ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

চাঁদপুরে পানিতে ডুবে জমজ ভাইয়ের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১২ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৪
চাঁদপুরে পানিতে ডুবে জমজ ভাইয়ের মৃত্যু

চাঁদপুর: চাঁদপুরের মতলব দক্ষিণে পুকুরের পানিতে ডুবে জমজ দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরে উপজেলার পিংড়া বাজার এলাকায় বহরি গ্রামের খান বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

 

মৃত জুবায়েদ ও জুনায়েদ (৫) ওই বাড়ির শরীফ খানের ছেলে।  

স্বজনরা জানান, সকালে দুই শিশু বিদ্যালয় থেকে বাড়িতে এসে পুকুর ঘাটে বই রেখে খেলাধুলা করছিল। হঠাৎ জমজ দুই ভাই পুকুরে পড়ে যায়। এসময় রান্না করছিলেন তাদের মা। পরে বাড়ির লোকজন পুকুরে তাদের ভাসমান অবস্থায় দেখতে পান। এ অবস্থায় শিশু দুটিকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত্যু হয়েছে বলে জানান।  

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মোজাম্মেল জানান, হাসপাতালে আনার অনেক আগেই জমজ দুই শিশু মারা গেছে।  

স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মো. কাউসার জানান, শিশু দুটি স্থানীয় বহরি কিন্ডারগার্টেনে শিশু শ্রেণিতে পড়ত।

বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৪
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।