ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

ছাত্র-জনতার ওপর হামলা: কিশোরগঞ্জে ২ ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট  করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩০ ঘণ্টা, নভেম্বর ৩, ২০২৪
ছাত্র-জনতার ওপর হামলা: কিশোরগঞ্জে ২ ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দুই ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শনিবার (২ নভেম্বর) রাতে গাজীপুরের গাছা থানার সাইনবোর্ড এলাকা
থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পরে গ্রেপ্তার হওয়া দুই আসামিকে পাকুন্দিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন- কিশোরগঞ্জ জেলা পরিষদের সাবেক সদস্য ও পাকুন্দিয়া উপজেলার নারান্দী ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম (৪৫) ও পাকুন্দিয়া উপজেলার বুরুদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) বর্তমান চেয়ারম্যান নাজমুল হুদা রুবেল।  

রোববার (৩ নভেম্বর) র‌্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ২০ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌরসদরে ছাত্র-জনতার ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলার ঘটনা ঘটে। এতে অনেকে গুলিবিদ্ধসহ আহত হন। ওই ঘটনায় পাকুন্দিয়া থানায় দায়ের করা মামলায় এজাহারনামীয় আসামি হিসেবে মো. শফিকুল ইসলাম (৪৫) ও নাজমুল হুদা রুবেলকে গ্রেপ্তার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।