ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

দলগুলোর মতের ভিত্তিতে জাপা নিয়ে সিদ্ধান্ত: উপ-প্রেস সচিব 

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৫ ঘণ্টা, নভেম্বর ৩, ২০২৪
দলগুলোর মতের ভিত্তিতে জাপা নিয়ে সিদ্ধান্ত: উপ-প্রেস সচিব  প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার

ঢাকা: প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার বলেছেন, বর্তমান সরকার কোনো রাজনৈতিক সহিংসতায় বিশ্বাস করে না। জাতীয় পার্টির বিষয়ে কী সিদ্ধান্ত হবে, তা রাজনৈতিক সিদ্ধান্ত।

 

তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা, মতামত ও ঐকমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে। আপাতত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

রোববার (০৩ নভেম্বর) সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

জাতীয় পার্টির অফিসে হামলার হয়েছে, আইনশৃঙ্খলা বাহিনী বিষটি দেখছে জানিয়ে উপ-প্রেস সচিব বলেন, সরকারের অবস্থান হলো, বর্তমান সরকার কোন রাজনৈতিক সহিংসতায় বিশ্বাস করে না।  

তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধে জাতীয় চার নেতাকে ছোট করে শুধু একজনকে বড় করেছে আওয়ামী লীগ। তারা শুধু একজনের একটি কাল্ট তৈরি করতে চেয়েছিল। তারা দেখাতে চেয়েছিল, বাংলাদেশ সব কিছু শুধু একজনের জন্য হয়েছিল। তাজউদ্দিন, নজরুল ইসলামসহ চার নেতার অবদান অনেক। আমরা তাদের অবদান স্বীকার করি।

ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও উপ-প্রেস সচিব অপূব জাহাঙ্গীর উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯৫৭ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০২৪
এমইউএম/আরএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।