ঢাকা, মঙ্গলবার, ৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ নভেম্বর ২০২৪, ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পদ্মা সেতু টোল প্লাজা এলাকায় দুর্ঘটনায় নিহত বেড়ে ৪ জন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৭ ঘণ্টা, নভেম্বর ৪, ২০২৪
পদ্মা সেতু টোল প্লাজা এলাকায় দুর্ঘটনায় নিহত বেড়ে ৪ জন

শরীয়তপুর: পদ্মা সেতুর শরীয়তপুরের জাজিরা প্রান্তের টোল প্লাজা এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৪ জন আরোহী নিহত হয়েছেন।  

রোববার (৩ নভেম্বর)  রাতে জাজিরা প্রান্তের টোল প্লাজা এলাকার শেখ রাসেল সেনানিবাসের কাছাকাছি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা যায়।

নিহতরা হলেন, পদ্মা দক্ষিণ থানাধীন ঢালী কান্দি গ্রামের দাদন ঢালীর ছেলে আরমান ঢালী, আলিম মাদবরের ছেলে খিদির মাদবর, ফরাজি কান্দি গ্রামের রুবেল ফরাজির ছেলে নাবিল ফরাজি ও এস্কেন্দার আলী মাদবরের ছেলে সায়েম মাদবর।

সোমবার (৪ অক্টোবর) ভোরে শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. আহসান হাবিব এসব তথ্য নিশ্চিত করেছেন।  

তিনি জানান, দুটি মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ৩ জন নিহত হয়েছেন। গুরুতর আহত আরো একজনকে হাসপাতালে পাঠানো হয়। পথে তারও মৃত্যু ঘটে।  

ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল দুটি উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ০৭৪৪ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০২৪
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।