ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ভোলায় অস্ত্র ও গুলিসহ আটক ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৫ ঘণ্টা, নভেম্বর ৪, ২০২৪
ভোলায় অস্ত্র ও গুলিসহ আটক ৪

ভোলা: ভোলায় চারটি অস্ত্র ও দুই রাউন্ড তাজা গুলিসহ চিহ্নিত সন্ত্রাসী গ্রুপ বেলায়েত বাহিনীর প্রধান বেলায়েতসহ চারজনকে আটক করেছে কোস্টগার্ড।  

সোমবার (৪ নভেম্বর) ভোরে সদরের বাপ্তা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

 

আটক বাকি তিনজন হলেন বেলায়েত বাহিনীর সদস্য শেখ ফরিদ (৩৭), মো. কামাল (৫২) এবং মো. আল আমিন (২১)।

বেলায়েত বাহিনী চাঁদাবাজি, জমি দখল ও ভয়ভীতি প্রদর্শন করে বিভিন্ন অপকর্ম করে আসছিল বলে জানিয়েছে কোস্টগার্ড।  

কোস্টগার্ড জানায়, আইনশৃঙ্খলা রক্ষাসহ উপকূলীয় অঞ্চলে সন্ত্রাস দমনে কাজ করছে বাংলাদেশ কোস্টগার্ড। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে সোমবার কোস্টগার্ড দক্ষিণ জোন অধীনস্থ বিসিজি বেইস ভোলা কর্তৃক কোস্টগার্ড ও পুলিশ ভোলা জেলার সদর উপজেলাধীন বাপ্তা ইউনিয়নে যৌথ অভিযান চালায়। অভিযানে দুটি দেশীয় আগ্নেয়াস্ত্র, দুটি গুলি ও চারটি দেশীয় অস্ত্রসহ চার সন্ত্রাসীকে আটক করা হয়।

আটক মো. বেলায়েত হোসেনের নামে হত্যা এবং চাঁদাবাজীসহ একাধিক মামলা রয়েছে। জব্দ করা অস্ত্র ও গুলিসহ আটক চারজনকে ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৫৩ ঘণ্টা, নভেম্বর ৪, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।