ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

এখনও পরিচয় মেলেনি পদ্মা নদীতে উদ্ধার হওয়া কিশোর-তরুণীর মরদেহের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৪ ঘণ্টা, নভেম্বর ৪, ২০২৪
এখনও পরিচয় মেলেনি পদ্মা নদীতে উদ্ধার হওয়া কিশোর-তরুণীর মরদেহের

পাবনা: দুইদিন পার হলেও পরিচয় মেলেনি পাবনার পদ্মা নদী থেকে উদ্ধার হওয়া এক কিশোর (১২) এবং এক তরুণীর (২২) মরদেহের।  

কয়েক ঘণ্টার ব্যবধানে পাবনার সুজানগর উপজেলার নাজিরগঞ্জ ফাঁড়ির  নৌপুলিশরা অর্ধগলিত এই মরদেহ দুটি উদ্ধার করে।

রোববার (৩ নভেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইদুর রহমান।  

এর আগে শুক্রবার (১ নভেম্বর) বিকেলে ও বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকালে পাবনার সুজানগর উপজেলার সাতবাড়িয়া এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

সাইদুর রহমান বলেন, গত বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকালে সাতবাড়িয়ার সিংহনগর স্কুলের সামনে নদীর তীরে এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়। পরের দিন শুক্রবার (১ নভেম্বর) বিকেলে সাতবাড়িয়ার কাঞ্চন পার্কের সামনে নদীর তীরে ভাসমান অবস্থায় এক তরুণীর মরদেহ উদ্ধার করা হয়। দুটি মরদেহ নগ্ন ও অর্ধগলিত অবস্থায় ছিল।

মরদেহ দুটির পরিচয় এখনো পাওয়া যায়নি। মরদেহগুলো আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে দাফন করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর বলা যাবে বলেও তিনি জানান।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।