ঢাকা, বৃহস্পতিবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২১ নভেম্বর ২০২৪, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে ৬ দফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র সংগ্রাম পরিষদের বিক্ষোভ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৮ ঘণ্টা, নভেম্বর ৪, ২০২৪
রাজশাহীতে ৬ দফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র সংগ্রাম পরিষদের বিক্ষোভ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন বৈষম্যবিরোধী মেডিকেল টেকনোলজি ও ফার্মেসি ছাত্র সংগ্রাম পরিষদ। 

রাজশাহী: রাজশাহীতে ছয় দফা দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বৈষম্যবিরোধী মেডিকেল টেকনোলজি ও ফার্মেসি ছাত্র সংগ্রাম পরিষদ।  

সোমবার (৪ নভেম্বর) সকাল ১১টার দিকে ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজিসহ (আইএইচটি) বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মহানগরীর দাশপুকুর সিটি বাইপাস মোড়ে এই বিক্ষোভ করেন।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রথমে ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি) ক্যাম্পাস হতে একটি বিক্ষোভ মিছিল বের করেন।

শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে দাশপুকুর এলাকায় যান এবং রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ সড়ক অবরোধ করেন। তারা সেখানে সড়কের ওপর বসে বিক্ষোভ প্রদর্শন করেন। এছাড়া সড়কে শুয়ে থেকে প্রতীকী মরদেহ ওপর লাল সবুজের পতাকা বুকের ওপর বিছিয়ে দিয়ে দাবি আদায়ের স্লোগান দিতে থাকেন।

এ সময় ওই সড়কের দুইপাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে রিকশা-অটোরিকশা ও  মোটরসাইকেলসহ অন্যান্য যানবাহন আটকা পড়ে। পরে আশপাশের বিকল্প সড়কের অলিগলি দিয়ে যানবাহন চলাচল করে।

বিক্ষোভ কর্মসূচি পালনকালে বৈষম্যবিরোধী মেডিকেল টেকনোলজি ও ফার্মেসি ছাত্র সংগ্রাম পরিষদ আন্দোলনের আহ্বায়ক সাদ্দাম হোসেন বলেন, তাদের দাবি মোট ছয়টি। কিন্তু এই দাবিগুলো দীর্ঘদিন থেকে জানিয়ে এলেও কোনো সাড়া পাওয়া যাচ্ছে না।

ফ্যাসিবাদী সরকার আওয়ামী লীগের আমলে আন্দোলন সংগ্রাম করলেও কোনো কাজ হয়নি। তারা আশা করছেন, এই অন্তর্বর্তী সরকার তাদের দাবিগুলো মেনে নেবে।

আর এবারও যদি তাদের দাবি না মানা হয় তাহলে সারা দেশের শিক্ষার্থীরা একযোগে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন বলেও হুমকি দেন।  

ঘণ্টাব্যাপী বিক্ষোভ কর্মসূচি শেষ করে তারা সড়ক ছাড়লে আবারও সব ধরনের যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

তাদের ৬ দফা দাবিগুলো, স্বতন্ত্র পরিদপ্তর গঠন করতে হবে, ডিপ্লোমা ডিগ্রিধারীদের ১০ম গ্রেড (২য় শ্রেণির পদমর্যাদা) প্রদান করে দ্রুত হুর আনুপাতিক হারে পদ সৃজন পূর্বক দ্রুত নিয়োগের ব্যবস্থা করতে হবে, পাশাপাশি অগ্রাধিকার ভিত্তিতে ২০১৩ সালের স্থগিতকৃত নিয়োগ প্রক্রিয়া চালু করতে হবে, গ্র্যাজুয়েট মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের নবম গ্রেডের পদসৃষ্টি পূর্বক চাকরিজীবীদের আনুপাতিক হারে পদোন্নতির নিয়ম বহাল রেখে স্ট্যান্ডার্ড সেট আপ ও নিয়োগবিধিতে অন্তর্ভুক্ত করতে হবে, ঢাকা আইএইচটিকে বিশ্ববিদ্যালয় রূপান্তর করে একটা বিশ্ববিদ্যালয়সহ সব আইএইচটিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট শিক্ষকদের স্বতন্ত্র ক্যারিয়ার প্লান গঠন করে বিদ্যমান নিয়োগ বিধি ও অসংগতিপূর্ণ গ্রেড সংশোধন করতে হবে, মেডিকেল টেকনোলজি কাউন্সিল ও ডিপ্লোমা মেডিকেল এডুকেশন বোর্ড গঠন এবং প্রাইভেট সার্ভিস নীতিমালা প্রণয়ন করতে হবে, বি ফার্মসহ সব অনুষদের বিএসসি ও এমএসসি কোর্স চালু করা এবং স্কলারশিপসহ প্রশিক্ষণ ভাতা চালু করতে হবে।

বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০২৪
এসএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।