ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নেত্রকোনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাবেক সেনা সদস্যসহ দুজনের মৃত্যু 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৯ ঘণ্টা, নভেম্বর ৫, ২০২৪
নেত্রকোনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাবেক সেনা সদস্যসহ দুজনের মৃত্যু 

নেত্রকোনা: নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় মোটর মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাবেক সেনা সদস্যসহ দুজন মারা গেছেন। এসময় গুরুতর আহত হয়েছেন আরও একজন।

 

মঙ্গলবার (৫ নভেম্বর) সকালে উপজেলার পোগলা ইউনিয়নের বেকরিকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলেন-উপজেলার পোগলা ইউনিয়নের শুনই বেকরিকান্দা এলাকার সাবেক সেনা সদস্য রফিকুল ইসলাম (৫৫) ও তার কর্মচারী একই এলাকার ফজু মিয়ার ছেলে সুমন মিয়া (৩২)। আহত ব্যক্তির নাম জায়েদুল (৪০)। তিনি ওই এলাকার আব্দুল খালেকের ছেলে।

পুলিশ জানায়, বেকরিকান্দা এলাকায় সকাল ৮টার দিকে রফিকুল ইসলাম তার বাড়ির পেছনের জমিতে সেচ দেওয়ার বৈদুতিক মোটর মেরামত করছিলেন। এসময় বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন রফিকুল ইসলাম। টের পেয়ে তার দুই কর্মচারী তাকে উদ্ধার করতে গেলে তারাও বিদ্যুৎস্পৃষ্ট হন।  

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত জায়েদুলকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কলমাকান্দা থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৪১৮ ঘণ্টা, নভেম্বর ৫, ২০২৪
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।