ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সাতক্ষীরা সদর থানা থেকে লুট হওয়া পিস্তলসহ আটক ২ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৮ ঘণ্টা, নভেম্বর ৬, ২০২৪
সাতক্ষীরা সদর থানা থেকে লুট হওয়া পিস্তলসহ আটক ২ 

সাতক্ষীরা: সাতক্ষীরা সদর থানা থেকে লুট হওয়া পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ দুই অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে সেনাবাহিনী।

বুধবার (৬ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সাতক্ষীরা সেনা ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল হক এ তথ্য জানিয়েছেন।

এর আগে সোমবার ও মঙ্গলবার সদর উপজেলার কুচপুকুর এলাকা থেকে তাদের আটক করা হয়।
 
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪ নভেম্বর ভোরে গোপন সংবাদের ভিত্তিতে শহরের কুচপুকুর এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ব্যবসায়ী মুকুল হোসেনকে তার বাড়ি থেকে আটক করা হয়। তার স্বীকারোক্তি মতে মঙ্গলবার ভোরে একই এলাকার নজরুল ইসলামের ছেলে আরিফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

এসময় তার কাছ থেকে একটি নাইন এম এম পিস্তল, এক রাউন্ড গুলি ও ম্যাগাজিন, তিনটি পাসপোর্ট, এক লাখ ইরাকি দিনার ও দুই লাখ দুই হাজার ৪৫০ টাকা উদ্ধার করা হয়। এছাড়া একটি ড্রাইভিং লাইসেন্সও জব্দ করা হয়। তাদের কাছে পাওয়া অস্ত্রটি এর আগে সদর থানা থেকে লুট হয়েছিল।

গ্রেপ্তারকৃত দুই অস্ত্র ব্যবসায়ীর নামে সাতক্ষীরা সদর থানা ভাঙচুর, লুটপাট, ডাকাতি, ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে। তাদের অস্ত্রসহ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, নভেম্বর ৬, ২০২৪
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।