ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

হজযাত্রীদের কোটা বরাদ্দ করল অন্তর্বর্তী সরকার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৯ ঘণ্টা, নভেম্বর ৬, ২০২৪
হজযাত্রীদের কোটা বরাদ্দ করল অন্তর্বর্তী সরকার

ঢাকা: আগামী হজ মৌসুমে সরকারি ও বেসরকারি মাধ্যমে হজে যেতে হজযাত্রীদের কোটা বরাদ্দ করেছে সরকার।

বুধবার (৬ নভেম্বর) ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে হজ এজেন্সিগুলোকে নির্দেশনা দিয়ে চিঠি পাঠানো হয়েছে।

এতে বলা হয়, রাজকীয় সৌদি সরকার বাংলাদেশকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজযাত্রীর কোটা বরাদ্দ করেছে। সরকারি মাধ্যমে হজ গাইডসহ ১০ হাজার ১৯৮ জন এবং বেসরকারি মাধ্যমে হজযাত্রীর কোটা হজ গাইডসহ এক লাখ ১৭ হাজার।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ জুন ১৪৪৬ হিজরি ও ২০২৫ সালের হজ অনুষ্ঠিত হবে।  

গত ৩০ অক্টোবর ২০২৫ সালের হজ প্যাকেজ ঘোষণা করেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

গোষণা অনুযায়ী, আগামী বছর সরকারি ব্যবস্থাপনার সাধারণ হজ প্যাকেজ-১-এ খরচ পড়বে চার লাখ ৭৮ হাজার ২৪২ টাকা। আর সাধারণ হজ প্যাকেজ-২-এ খরচ পড়বে পাঁচ লাখ ৭৫ হাজার ৬৮০ টাকা।  

বেসরকারি মাধ্যমে সাধারণ হজ প্যাকেজ নির্ধারিত হয়েছে চার লাখ ৮৩ হাজার ১৫৬ টাকা। এছাড়াও সাধারণ হজ প্যাকেজ গ্রহণ করে এজেন্সি একটি অতিরিক্ত বিশেষ প্যাকেজ ঘোষণা করতে পারবে।

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০২৪
এমআইএইচ/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।