ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পররাষ্ট্র সচিবের সঙ্গে ফিলিস্তিন রাষ্ট্রদূতের বৈঠক 

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৮ ঘণ্টা, নভেম্বর ৭, ২০২৪
পররাষ্ট্র সচিবের সঙ্গে ফিলিস্তিন রাষ্ট্রদূতের বৈঠক  ইউসুফ এস.ওয়াই. রামাদান ও জসিম উদ্দিন

ঢাকা: পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিন বলেছেন, স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের জন্য দ্বি-রাষ্ট্রীয় সমাধানের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন রয়েছে।  

বুধবার (৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস.ওয়াই. রামাদানের সঙ্গে এক বৈঠকে তিনি এ কথা বলেন।

 

বৈঠকে পররাষ্ট্র সচিব ফিলিস্তিনের জন্য বাংলাদেশের দৃঢ় ও চলমান সমর্থন, বিশেষ করে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের জন্য দ্বি-রাষ্ট্রীয় সমাধানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। উভয় পক্ষ সংস্কৃতি, শিক্ষা, প্রশিক্ষণ বিনিময় এবং ওআইসি এবং অন্যান্য সংস্থাসহ বহুপক্ষীয় ফোরামে পারস্পরিক সহযোগিতাসহ বিভিন্ন ক্ষেত্রে ক্রমবর্ধমান সহযোগিতা পর্যালোচনা করেছে।

বৈঠকে তারা এই অঞ্চলে এবং এর বাইরেও শান্তি, স্থিতিশীলতা, সমৃদ্ধির জন্য  সহযোগিতার ওপর জোর দিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৪৩৪ ঘণ্টা, নভেম্বর ৭, ২০২৪
টিআর/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।