ঢাকা, বৃহস্পতিবার, ২২ কার্তিক ১৪৩১, ০৭ নভেম্বর ২০২৪, ০৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পুলিশ হেফাজতে হাসপাতাল ছাড়লেন সাবেক মন্ত্রী শাজাহান খান 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২১ ঘণ্টা, নভেম্বর ৭, ২০২৪
পুলিশ হেফাজতে হাসপাতাল ছাড়লেন সাবেক মন্ত্রী শাজাহান খান  শাজাহান খান 

ঢাকা: চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী শাজাহান খানকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ কার্যালয়ে নেওয়া হয়েছে। জানা যায় তিনি রিমান্ডে থাকা অবস্থায় অসুস্থ বোধ করেন।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে হাসপাতালের নতুন ভবনের হৃদরোগ বিভাগ থেকে তাকে ছাড়পত্র দেওয়া হয়।

ছাড়পত্রের বিষয়টি নিশ্চিত করেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক।  

তিনি জানান, সুস্থ বোধ করায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানকে ছাড়পত্র দেওয়া হয়েছে। দুপুরে এখান থেকে তাকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে।  

এর আগে সোমবার (৪ নভেম্বর) বিকেল ৪টার দিকে ডিবি কার্যালয়ে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত মেডিকেল অফিসার জানিয়েছিলেন, অসুস্থ হওয়ায় শাহজাহান খানকে হাসপাতালে নিয়ে আসে। তিনি বুকে ব্যথা ও শরীর দুর্বলতার কথা বলেন। রক্তচাপও বেশি ছিল। আগেই তার বুকে রিং পরানো আছে।  

কিছু পরীক্ষানিরীক্ষা শেষে তাকে হৃদরোগ বিভাগে (সিসিইউতে) ভর্তি করানো হয়েছিল বলেও জানান মেডিকেল অফিসার।  

এর আগে কিশোর আব্দুল মোতালিব (১৪) হত্যা মামলায় ৫ সেপ্টেম্বর মধ্যরাতে ধানমন্ডির একটি বাসা থেকে শাজাহান খানকে গ্রেপ্তার করা হয়।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, নভেম্বর ৭, ২০২৪
এজেডএস/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।