ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কিশোরগঞ্জে হাসপাতালের জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৪ ঘণ্টা, নভেম্বর ৭, ২০২৪
কিশোরগঞ্জে হাসপাতালের জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ

নীলফামারী: নীলফামারীর কিশোরগঞ্জে কুষ্ঠ হাসপাতালের জমিতে স্থাপনকৃত অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।  

বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে এ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।

কিশোরগঞ্জ বাজারে থানা মোড় এলাকায় দীর্ঘদিন ধরে কুষ্ঠ হাসপাতালের ৬৯ শতাংশ জমিতে একটি প্রভাবশালী মহল অবৈধভাবে দখল করে স্থাপনা নির্মাণ করে। প্রশাসনের পক্ষ থেকে কয়েকবার নোটিশ দেওয়া হলেও স্থাপনা সরিয়ে না নিলে ২১টি দোকানসহ একটি বাড়ির প্রাচীর কিছু অংশ ভেঙে দেওয়া হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা ভূমি সহকারী কর্মকর্তা মঈন খান এলিস। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আল মামুন, সেনেটারি ইন্সপেক্টর আহম্মেদ শাহ, উপ-পরিদর্শক (এসআই) জহুরুল হক, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জাহিদ সার্ভেয়ার আব্বিল আলামিন, উপ-প্রশাসনিক কর্মকর্তা মিজানুর রহমান প্রমুখ।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মোহাম্মদ আল মামুন জানান- কিশোরগঞ্জ বাজার সংলগ্ন থানা মোড় এলাকায় কুষ্ঠ হাসপাতালটি দীর্ঘদিন ধরে প্রভাবশালী একটি মহল দখল করে রেখেছিল। দখলকৃত জায়গায় স্থাপিত স্থাপনাগুলো আজ ভেঙে দেওয়া হয়েছে।

উপজেলা ভূমি সহকারী কর্মকর্তা মঈন খান এলিস জানান, কুষ্ঠ হাসপাতালের জামিতে অবৈধভাবে গড়ে তোলা স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য নোটিশ দেওয়া হয়। কিন্তু স্থাপনা সরিয়ে না নেওয়াই ২১টি দোকানসহ একটি বাড়ির প্রাচীরের কিছু অংশ উচ্ছেদ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৪২ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।