ঢাকা, শুক্রবার, ৫ পৌষ ১৪৩১, ২০ ডিসেম্বর ২০২৪, ১৭ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১৭ পরিবারে আর্থিক সহায়তা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৬ ঘণ্টা, নভেম্বর ৯, ২০২৪
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১৭ পরিবারে আর্থিক সহায়তা

ফরিদপুর: গত ১৬ এপ্রিল ফরিদপুর জেলার কানাইপুর দিগনগর এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে বাস ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে ১৭ জন প্রাণ হারায়। এদের মধ্যে আলফাডাঙ্গায় ছিল ১৫ জন ও বোয়ালমারী উপজেলার দুইজনকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

 

শুক্রবার (৮ নভেম্বর) বিকেল থেকে রাত পর্যন্ত ঢাকাস্থ আলফাডাঙ্গা উপজেলাবাসীর পক্ষে পৌরসভার মিঠাপুর গ্রামের বাসিন্দা ও বাংলাদেশ কর্মচারী কল্যাণ ফেডারেশনের প্রতিষ্ঠাতা সভাপতি লুৎফর রহমান খান ও ঢাকার সুনামধন্য ব্যবসায়ী এবং আলফাডাঙ্গা পৌরসভার কুসুমদী গ্রামের বাসিন্দা হানিফ কাজী এ আর্থিক সহযোগিতা প্রদান করেন।

এ বিষয়ে হানিফ কাজী বলেন, সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবার তাদের উপার্জনক্ষম সদস্যদের হারিয়ে মানবেতর জীবন যাপন করছে। মানুষ মানুষের জন্য, আমরা ঢাকাস্থ আলফাডাঙ্গা উপজেলাবাসীর পক্ষে থেকে নিহত ব্যক্তিদের পাশে দাঁড়িয়েছি।

আলফাডাঙ্গার কুসুমদি গ্রামের বাসিন্দা অ্যাড. জামাল হোসেন মুন্না, কামার গ্রামের তুষারসহ এলাকার অনেক কৃতি সন্তানের সার্বিক সহযোগিতায় এ সাহায্য করা হয়েছে।  

সমাজের বিত্তশালীদের আহ্বান জানাবো এসব পরিবারের পাশে দাঁড়ান। আমাদের দেওয়া সামান্য অর্থ দিয়ে তাদের সহযোগিতা করেছি। যা তাদের চাহিদার তুলনায় অপ্রতুল। আমাদের জন্য সবাই দোয়া করবেন ঢাকাস্থ আলফাডাঙ্গা উপজেলাবাসী সব সময় যেন অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারে।

বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, নভেম্বর ৯, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।