ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বরিশালে ২৬ মামলার আসামি গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২২ ঘণ্টা, নভেম্বর ৯, ২০২৪
বরিশালে ২৬ মামলার আসামি গ্রেপ্তার

বরিশাল: চুক্তিতে মানুষ কুপিয়ে হত্যা-আহতসহ ২৬ মামলার আসামি আকাশ হাওলাদার (৩৫) ওরফে কালা মাসুদকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৯ নভেম্বর) ভোরে নগরের হাতেম আলী কলেজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আকাশ হাওলাদার (৩৫) বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের গিলাতলী গ্রামের এনায়েত হাওলাদারের ছেলে।  

এক মাসের প্রচেষ্টায় আসামি আকাশকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন নগর গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর ছগির হোসেন।  

নগর গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর ছগির হোসেন বলেন, আকাশ ওরফে মাসুদ বিভিন্ন সময়ে টাকার বিনিময়ে টার্গেট করা ব্যক্তিকে কুপিয়ে আহত ও হত্যার ঘটনা ঘটিয়েছে। বরিশাল নগরের ছিনতাইকারীদের গডফাদার ও ভাড়াটে খুনি নামে পরিচিত তিনি। তাই আমরা তাকে গ্রেপ্তার করতে গত একমাস ধরে একাধিক অভিযান চালিয়েছি। তার বিরুদ্ধে হত্যা ছাড়াও ডাকাতি, চাঁদাবাজি, মাদক, ছিনতাইসহ বিভিন্ন মামলা রয়েছে। গত এক বছরে বরিশাল নগরীতে প্রায় অর্ধশত চুরি ছিনতাইয়ের ঘটনা ঘটালেও থানা পুলিশ তাকে গ্রেপ্তার করতে অনেকটা ব্যর্থ হয়েছিল।

নগরীর কলেজ এলাকার বাসিন্দা মনির খলিফা বলেন, ধোপাবাড়ির মোড়, কলেজ অ্যাভিনিউ, বৈদ্যপাড়াসহ কয়েকটি স্থানে রয়েছে কালা মাসুদের সন্ত্রাসী গ্রুপের সদস্যরা। তারা টাকার বিনিময়ে বিভিন্ন অপরাধ করে থাকে। তাই অবিলম্বে কালা মাসুদের সহযোগীদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো মিজানুর রহমান বলেন, সন্ত্রাসী কালা মাসুদকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি আছে। তাছাড়া নতুন আরও চারটি মামলার আসামি এই কালা মাসুদ। দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০২৪
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।