ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রূপসী বাংলা এক্সপ্রেসের যাত্রা শুরু, ঢাকা থেকে বেনাপোল যেতে বাঁচবে ৪ ঘণ্টা 

উপজেলা করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৭ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২৪
রূপসী বাংলা এক্সপ্রেসের যাত্রা শুরু, ঢাকা থেকে বেনাপোল যেতে বাঁচবে ৪ ঘণ্টা  রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনের যাত্রা শুরু

বেনাপোল (যশোর): পদ্মা সেতু হয়ে বেনাপোল-ঢাকা রুটে রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। এতে করে সাড়ে তিন ঘণ্টায় বেনাপোল ও ঢাকায় যাতায়াত করা যাবে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় বেনাপোল থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায় এ ট্রেন।

এদিকে মাত্র সাড়ে তিন ঘণ্টায় ঢাকায় পৌঁছানোর খবরে আনন্দিত সাধারণ ও পাসপোর্টধারী যাত্রী এবং বেনাপোলবাসী। এ সেবার মাধ্যমে বেনাপোল থেকে সব ধরনের যাত্রী দিনে দুবার ঢাকায় যাতায়াত করতে পারবেন।  

এছাড়া রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে সকাল পৌনে ১১টায় ছেড়ে এসে দুপুর ২টা ২৫ মিনিটে বেনাপোল পৌঁছাবে। আবার বেনাপোল থেকে বিকেল ৩টা ২৫ মিনিটে ছেড়ে সন্ধ্যা ৭টার মধ্যে ঢাকায় পৌঁছাবে। এ ট্রেনটি যশোর, নড়াইল, কাশিয়ানী ও ভাঙ্গা স্টেশনে থেমে যাত্রী তুলবে এবং নামাবে।

বেনাপোল রেলওয়ে স্টেশনের মাস্টার সাহিদুজ্জামান জানান, বেনাপোল-ঢাকা-বেনাপোল রুটে সপ্তাহে ছয়দিন চলবে রুপসি বাংলা। সোমবার থাকবে এ ট্রেনটির সাপ্তাহিক ছুটি। নতুন রুটের মাধ্যমে ঢাকার সঙ্গে বেনাপোলের যোগাযোগ আরও দ্রুত ও সহজ হবে। বর্তমানে বেনাপোল এক্সপ্রেস ট্রেনের ঢাকা থেকে টাঙ্গাইল-ঈশ্বরদী হয়ে বেনাপোল পৌঁছাতে সাড়ে সাত ঘণ্টা লাগে। পদ্মা সেতু রুটের কারণে এ সময় চার ঘণ্টা কমে এসেছে।  

বাংলাদেশ সময়: ১৯১৪ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।