ঢাকা, মঙ্গলবার, ৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ নভেম্বর ২০২৪, ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বাজিতপুরে যাত্রীবাহী বাস পুকুরে পড়ে আহত ১৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০১ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২৪
বাজিতপুরে যাত্রীবাহী বাস পুকুরে পড়ে আহত ১৫ দুর্ঘটনাকবলিত বাস

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে শিশু ও নারীসহ অন্তত ১৫ যাত্রী আহত হয়েছেন।

রোববার (১০ নভেম্বর) উপজেলার হিলচিয়া ইউনিয়নের জ্ঞানপুর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

আহতরা হলেন-কিশোরগঞ্জ সদর উপজেলা যশোদল ইউনিয়নের সুলতানপুর গ্রামের বাসিন্দা মঞ্জিল, খাদিজা আক্তার, সিরাজ মিয়া, এরশাদ মিয়া, ফারুক মিয়া, আঙ্গুরা আক্তার, রবিন মিয়া, আতিকুল ইসলাম, আঁখি মনি। অন্য আহতদের নাম ও পরিচয় জানা যায়নি।  

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (১০ নভেম্বর) দুপুরে জেলার করিমগঞ্জ উপজেলা থেকে যাত্রীবাহী একটি বাস ব্রাহ্মণবাড়িয়া জেলায় যাচ্ছিল। পথে বাজিতপুর-নিকলী সড়কের উপজেলার জ্ঞানপুর মোড় এলাকায় একটি ভ্যানকে সাইড দিতে গিয়ে পুকুরে পড়ে যায় বাসটি। খবর পেয়ে বাজিতপুর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে যাত্রীদের উদ্ধার কাজ পরিচালনা করেন। এ দুর্ঘটনায় অন্তত ১৫ যাত্রী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ এনামুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।