ঢাকা, রবিবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ নভেম্বর ২০২৪, ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

চীনে প্রশিক্ষণে যাচ্ছেন তরুণ কূটনীতিকরা

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৯ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২৪
চীনে প্রশিক্ষণে যাচ্ছেন তরুণ কূটনীতিকরা

ঢাকা: চীনে প্রশিক্ষণ নিতে যাচ্ছেন বাংলাদেশের তরুণ কূটনীতিকরা। এ উপলক্ষে চীনা দূতাবাস এক অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজন করে।

শনিবার (১০ নভেম্বর) ঢাকার চীনা দূতাবাস জানায়, বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমির ৪০তম ব্যাচের তরুণ কূটনীতিকরা চীনে প্রশিক্ষণে যাচ্ছেন। তাদের জন্য এক অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বক্তব্য দেন। এছাড়াও পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিন, ফরেন সার্ভিস একাডেমির রেক্টর মিস মাশফি বিনতে শামস, পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় শাখার মহাপরিচালক মোহাম্মদ নূরে আলম অভ্যর্থনা অনুষ্ঠানে যোগ দেন।

অনুষ্ঠানে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, দ্বিতীয়বারের মতো চীনা দূতাবাস বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় তরুণ কূটনীতিকদের জন্য একটি প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে। এটি একটি নতুন  বিনিময় যাত্রা। চীন এবং বাংলাদেশ ব্যাপক কৌশলগত সহযোগিতামূলক অংশীদার। আগামী বছর দুই দেশ কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকী এবং ‘জনগণের মধ্যে বিনিময় বছর’ উদযাপন করবে। তরুণ কূটনীতিকরা কেবল চীন-বাংলাদেশ বন্ধুত্বের উত্তরাধিকারী নয়, দ্বিপাক্ষিক সম্পর্কের সুস্থ বিকাশেও  অংশগ্রহণকারী।

রাষ্ট্রদূত ইয়াও তরুণ বাংলাদেশি কূটনীতিকদের তাদের ‘প্রথম মিশন’ থেকে সর্বোচ্চ ব্যবহারে উৎসাহিত করেন। তিনি তাদের আন্তরিক আগ্রহের সঙ্গে চীনা ইতিহাস ও সংস্কৃতি অধ্যয়ন, বন্ধুত্বের চেতনায় স্থানীয় সম্প্রদায়ের সঙ্গে একীভূত এবং দায়িত্ববোধের সঙ্গে তাদের অভিজ্ঞতার প্রতিফলনে উৎসাহিত করেন। এতে করে তারা তাদের চীনা বন্ধুদের কাছে বাংলাদেশি জনগণের সদিচ্ছা ও উদারতা জানাতে এবং বাংলাদেশের তরুণ প্রজন্মের প্রাণশক্তি ও চেতনা দেখাতে পারেন।

পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিন এই মূল্যবান প্রশিক্ষণের সুযোগ দেওয়ার জন্য চীনা দূতাবাসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি চিনে রাষ্ট্রদূত হিসেবে তার মেয়াদকালে চীনে তরুণ বাংলাদেশি কূটনীতিকদের প্রথম প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাতের কথাও স্মরণ করেন, যা একটি জীবন্ত স্মৃতি রয়ে গেছে। তিনি উল্লেখ করেন, পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ-চীন কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকী, বিনিময় ও সহযোগিতা জোরদার করার জন্য উন্মুখ।

বাংলাদেশ সময়: ০৯৪৯ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২৪
টিআর/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।