ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

গৌরনদীতে যুবলীগের ১০ নেতা-কর্মীর নামে মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪২ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২৪
গৌরনদীতে যুবলীগের ১০ নেতা-কর্মীর নামে মামলা

বরিশাল: বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর এলাকায় মহাসড়কে টায়ার জ্বালিয়ে ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে যুবলীগের ১০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ২০ থেকে ২৫ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে।

রোববার (১০ নভেম্বর) রাতে বাটাজোর ইউনিয়ন যুবদল নেতা কাওছার হাওলাদার বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলার উল্লেখযোগ্য আসামি হলেন- উপজেলা যুবলীগ নেতা দেলোয়ার হোসেন দিলু, ইউনিয়ন যুবলীগের সভাপতি জহিরুল ইসলাম ফেরদৌস, সাধারণ সম্পাদক রেমন তালুকদার কালু, যুবলীগ কর্মী ডায়মন্ড, পাবেলসহ ১০ জন।  

সোমবার (১১ নভেম্বর) দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস মিয়া জানান, এ ঘটনায় দেলোয়ার হোসেন দিলুকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২৪
এমএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।