ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সাবেক সংসদ সদস্য ইয়াহিয়া চৌধুরী গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৫ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২৪
সাবেক সংসদ সদস্য ইয়াহিয়া চৌধুরী গ্রেপ্তার

ঢাকা: সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ইয়াহিয়া চৌধুরীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

সোমবার (১১ নভেম্বর) রাত ১২টার দিকে যৌথ অভিযান চালিয়ে রাজধানীর উত্তরার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-১ ও র‌্যাব-৯।

বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১ এর উত্তরা ক্যাম্পের কমান্ডার মেজর আহনাজ।

তিনি জানান, গ্রেপ্তার ইয়াহিয়া চৌধুরীর বিরুদ্ধে সিলেটের কোতোয়ালি থানায় একটি বিস্ফোরক দ্রব্য ও একটি হত্যাচেষ্টার মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাকে সিলেট নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে তাকে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হবে।

বাংলাদেশ সময়: ০১৫৪ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২৪
এসসি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।