নাটোর: নাটোরের লালপুরে গরুকে খাওয়াতে গিয়ে গোখরা সাপের ছোবল খেয়ে জীবিত সাপটি নিয়ে হাসপাতালে হাজির হয়েছেন মো. রফিকুল ইসলাম (৫০) নামে এক কৃষক। চিকিৎসা শেষে বর্তমানে তিনি উপজেলা হাসপাতালে ২৪ ঘণ্টার জন্য নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
মঙ্গলবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার রামকান্তপুর গ্রামে এই ঘটনা ঘটে। পরে হাসপাতালে সাপটি দেখতে লোকজন ভিড় জমায়।
কৃষক রফিকুল ইসলাম ওই গ্রামের মৃত করিম প্রমাণিক ছেলে।
ভুক্তভোগী রফিকুল ইসলামের ভাতিজা মো. তমাল হোসেন বাংলানিউজকে জানান, সকালে তার চাচা রফিকুল ইসলাম নিজ বাড়িতে গরুকে খাবার দেওয়ার সময় ধানের খড়ের গাদায় যান। এসময় খড় ধরে টান দিলে সেখানে থাকা একটি গোখরা সাপ তার হাতের আঙুলে ছোবল দেয়। পরে তিনি বিষয়টি বুঝতে পারলে সাপটি ধরে বালতির মধ্যে আটকে রাখেন। এরপর তিনি সঠিক চিকিৎসা পেতে জীবন্ত সাপটিকে বালতিতে আটকিয়ে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসেন। সেখানে চিকিৎসা নিয়ে বর্তমানে হাসপাতালে পর্যবেক্ষণে রয়েছেন তিনি। আর সাপটি মেরে ফেলা হয়েছে।
লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. সোহেল রানা বাংলানিউজকে জানান, সাপে ছোবলে আক্রান্ত রোগীকে হাসপাতালের পুরুষ ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। সেখানে তার চিকিৎসা চলছে। তার শারীরিক অবস্থা এখন ভালো থাকলেও তাকে ২৪ ঘণ্টার জন্য পর্যবেক্ষণে রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ০৯১৯ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২৪
এসএম