ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ইতালিতে মদ্যপ চালকের গাড়িচাপায় বাংলাদেশি রেস্টুরেন্ট কর্মী নিহত  

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৪ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২৪
ইতালিতে মদ্যপ চালকের গাড়িচাপায় বাংলাদেশি রেস্টুরেন্ট কর্মী নিহত
 

হবিগঞ্জ: ইতালিতে মদ্যপ চালকের প্রাইভেটকারের চাপায় মিসপাউর রহমান নাঈম (২২) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।
 
ইতালি সময় সোমবার (১১ নভেম্বরের) সন্ধ্যা ৭টায় দেশটির লেচে শহরে এ দুর্ঘটনা ঘটে।


 
নিহত নাঈম হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার মিল্লিক গ্রামের সাইদুর মিয়ার ছেলে। প্রায় চার বছর আগে ইতালি গিয়ে লেচে শহরের একটি রেস্টুরেন্টে কাজ করতেন তিনি।
 
সোমবার সন্ধ্যা ৭টায় বাসা থেকে স্কুটার চালিয়ে কর্মস্থলে যাচ্ছিলেন নাঈম। পথে একটি প্রাইভেটকার স্কুটারটিকে চাপা দিলে নাঈম ঘটনাস্থলেই মারা যান।
 
ওই প্রাইভেটকার একই সময় আরও একজন পথচারীকে চাপা দিলে তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়।
 
দুর্ঘটনার সময় প্রাইভেটকারের চালক মদ্যপ ছিলেন। তিনি ইতালির নাগরিক। খবর পেয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে দেখে যে তিনি মদ্যপ। এজন্য সঙ্গে সঙ্গে তার ড্রাইভিং লাইসেন্স বাতিল করা হয়।
 
বুধবার (১৩ নভেম্বর) দুপুরে নিহত নাঈমের চাচা মশিউর রহমান টিটু বাংলানিউজকে এ তথ্য দেন।
 
তিনি বলেন, মিসপাউর রহমান নাঈমের লাশ দেশে পাঠানোর জন্য ইতালির বাংলাদেশি কমিউনিটির নেতারা কাজ শুরু করেছেন।
 
বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।