ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শত্রুতার জেরে বিনষ্ট ১৬ বিঘা জমির সরিষা!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৭ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২৪
শত্রুতার জেরে বিনষ্ট ১৬ বিঘা জমির সরিষা!

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের কাজিপুরের যমুনা নদীর দুর্গম চরাঞ্চল মনসুরনগর ইউনিয়নের শালদহ গ্রামে পূর্ব শত্রুতার জেরে ১৬ বিঘা জমির সরিষা বিষ দিয়ে বিনষ্ট করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।  

বুধবার (১৩ নভেম্বর) বিকেলে সাংবাদিকদের কাছে এমন অভিযোগ করেন ভুক্তভোগী কৃষক মো. মহর আলী মণ্ডল।

 

সাংবাদিকদের তিনি বলেন, আমার দাদা মৃত আলম মণ্ডলের সম্পত্তি পৈতৃক সূত্রে পেয়ে ভোগদখল করে আসছি। ওই জমি নিয়ে প্রতিবেশী আয়নাল ও সাদ্দাম গংয়ের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। ওই জমি নিয়ে এলাকায় একাধিকবার সালিশ বসে। তবে আয়নাল ও তার লোকজন সালিশের মীমাংসা মানেন না। এরই একপর্যায়ে মঙ্গলবার (১২ নভেম্বর) আমাদের বাড়ির পুরুষ মানুষগুলো বাড়িতে না থাকার সুযোগে আয়নালের নেতৃত্বে স্বপন ও সাদ্দাম ১৬ বিঘা সরিষা খেতে বিষ প্রয়োগ করেছে। আজকে সকালে গিয়ে আমরা দেখি ক্ষেতের সরিষার গাছ নষ্ট হয়ে গেছে।  

এ বিষয়ে অভিযুক্তদের মধ্যে সাদ্দামের সাথে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, আমরা তাদের ক্ষেতে কোনো বিষ দেইনি। তারা মিথ্যা অপবাদ দিচ্ছে। তারাই তাদের ফসলে বিষ প্রয়োগ করে আমাদের নাম দিচ্ছে। জমিগুলো আমাদের বাপ দাদার। তারা জোরপূর্বক দখল করে খাচ্ছে।  

কাজিপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শরিফুল ইসলাম বলেন, বিষয়টি শুনেছি। ঊর্ধ্বতনের সাথে কথা বলে ঘটনাস্থল পরিদর্শন শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।  

কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরে আলম বলেন, এ বিষয়ে এখন পর্যন্ত কোন অভিযোগ আসেনি। অভিযোগ এলেই তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২০০১ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২৪
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।