ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সিলেটে ট্রাকচাপায় প্রাণ গেল স্কুলছাত্রের

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪০ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২৪
সিলেটে ট্রাকচাপায় প্রাণ গেল স্কুলছাত্রের তানজিম করিম

সিলেট: সিলেট-এয়ারপোর্ট সড়কে ট্রাকের ধাক্কায় তানজিম করিম (১৬) নামে মোটরসাইকেল আরোহী এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছে নিহত কিশোরের সহোদরসহ দুই কিশোর।

 

বুধবার (১৩ নভেম্বর) রাত ১০টার দিকে ওই সড়কে মালনিছড়া চা বাগান সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তানজিম আহমদ সিলেটের দক্ষিণ সুরমা কুচাই এলাকার রাজন মিয়ার ছেলে ও স্কলার্স হোম স্কুল থেকে এবার এসএসসি পরীক্ষার্থী।  

দুর্ঘটনায় গুরুতর আহতরা হলেন- নিহত তানজিমের ছোট ভাই তানজিল করিম ও তাদের বন্ধু মাহি। তারা একই স্কুলে পড়ালেখা করে।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ জানায়, সিলেটের উদ্দেশ্যে ছেড়ে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তানজিম ট্রাকের নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যায়। আর তানজিল ও মাহি ছিটকে পড়ে গুরুতর আহত হয়।

হতাহতের স্বজনরা জানান, তারা তিনজনে মোটরসাইকেল নিয়ে এয়ারপোর্ট চা বাগান এলাকায় ঘুরতে যায়। ফেরার পথে ট্রাকচাপায় প্রাণ হারায় তানজিম। তানজিম স্কলার্স হোম স্কুল থেকে আসন্ন এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল।  

এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে যায়। মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও ট্রাকটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। তবে ঘটনার পরই ট্রাক ফেলে চালক ও হেলপার পালিয়ে যায়।  

বাংলাদেশ সময়: ০৮৩৬ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২৪
এনইউ/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।