ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শেখ হাসিনা নমরুদ-ফেরাউনের ইতিহাস থেকেও শিক্ষা নেননি: শিমুল বিশ্বাস

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১২ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২৪
শেখ হাসিনা নমরুদ-ফেরাউনের ইতিহাস থেকেও শিক্ষা নেননি: শিমুল বিশ্বাস

টাঙ্গাইল: সাবেক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও দৈনিক দিনকালের ব্যবস্থাপনা সম্পাদক অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন, নমরুদ-ফেরাউনের ইতিহাস থেকেও শিক্ষা নেননি শেখ হাসিনা। পাঁচ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে তার নেতা-কর্মীদের অরক্ষিত ও অনিরাপদ রেখে প্রাণ রক্ষার জন্যে তার বিশ্বস্ত ঠিকানা ভারতে পালিয়ে গেছে।

বিলিয়ন বিলিয়ন ডলার পাচার করেও তার শেষ রক্ষা হয়নি। পাঁচ আগস্ট শেখ হাসিনার পালিয়ে যাওয়া ইতিহাসের গবেষণার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

শুক্রবার (১৫ নভেম্বর) বিকেলে টাঙ্গাইলের সন্তোষে মওলানা ভাসানীর ওফাৎ বার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী মেলার উদ্বোধন ও আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি।

ভাসানী ফাউন্ডেশনের চেয়ারম্যান খন্দকার নাজিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ইমাম হোসেন, ভাসানী ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মাহমুদুল হক সানু।  

এতে বক্তব্য রাখেন- জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক একেএম মনির হোসেন ভিপি মুনির, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তারিকুল ইসলাম ঝলক, বিএনপি নেতা অ্যাডভোকেট আজিম উদ্দিন বিপ্লব, অ্যাডভোকেট শামীম আহমেদ, সাবেক ছাত্রনেতা নুরুল ইসলাম ভিপি প্রমুখ।

প্রধান অতিথি শিমুল বিশ্বাস বলেন, আফ্রো এশিয়া, ল্যাটিন আমেরিকার অবিসংবাদিত নেতা ছিলেন মওলানা ভাসানী।  

তিনি সারাজীবন মেহনতি ও নির্যাতিতদের পক্ষে লড়াই করেছেন। তিনি তার শেষ সময়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে ধানের শীষ তুলে দিয়েছিলেন, যা বিএনপির  দলীয় প্রতীক।  

মওলানা ভাসানী চিনতে পেরেছিলেন একজন যোগ্য ও সততায় পরিপূর্ণ নেতাকে। যার হাতে দেশ নিরাপদ ছিল। পরবর্তীতে বেগম জিয়া ধানের শীষ প্রতীকের কাণ্ডারি হয়ে সুনামের সঙ্গে দেশের সেবা করেছেন। আর তার যোগ্য উত্তরসূরি তারেক রহমান দেশরক্ষায় কাজ করছেন। আগামী নির্বাচনে তার নেতৃত্বে বিএনপি ধানের শীষ প্রতীক নিয়ে বিজয়ী হয়ে দেশ সেবায় নিয়োজিত হবে- ইনশাল্লাহ।

বাংলাদেশ সময়: ০১১০ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২৪
এসআরএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।