ঢাকা, বৃহস্পতিবার, ৪ পৌষ ১৪৩১, ১৯ ডিসেম্বর ২০২৪, ১৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বন্ধ সব কারখানা চালু করে মানুষের কাজের ব্যবস্থা করতে হবে: শিল্প উপদেষ্টা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৮ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২৪
বন্ধ সব কারখানা চালু করে মানুষের কাজের ব্যবস্থা করতে হবে: শিল্প উপদেষ্টা

পঞ্চগড়: অন্তর্বর্তী সরকারের শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, দেশের বন্ধ থাকা সমস্ত কলকারখানা চালু করা হবে। একই সঙ্গে রক্তের ঋণ শোধ করতে কৃষক শ্রমজীবী মানুষের কাজের ব্যবস্থা করতে হবে।

শনিবার (১৬ নভেম্বর) বিকেলে পঞ্চগড়ের বন্ধ হয়ে থাকা সুগার মিল পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন। একই সঙ্গে পঞ্চগড়সহ বন্ধ থাকা সব সুগার মিল চালুর উদ্যোগ নেয়া হচ্ছে বলেও জানান তিনি।

শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, সাড়ে ১৫ বছরের ফ্যাসিবাদী শাসনে অসংখ্য শহীদ, গুম হয়ে যাওয়া পরিবার আর নির্যাতিত মানুষের রক্তের ওপর আমরা দাঁড়িয়ে আছি। রক্তের ঋণ তো শোধ করতেই এ নির্যাতিত কৃষক শ্রমজীবী মানুষের কাজের ব্যবস্থা করতে হবে। এ লক্ষ্যেই কাজ করছে অন্তর্বর্তী সরকার। আমরা আপনাদের কাছে এ কথা পৌঁছে দিতে এসেছি যে আমরা কল কারখানা চালু করতে চাই। বন্ধ সমস্ত কলকারখানা আমরা চালুর পাশাপাশি নতুন উদ্যোগও নেওয়া হবে। কালকেই চালু হবে এমন বক্তব্য আমরা দিতে পারি না। তবে যত দ্রুত সম্ভব আমরা করার চেষ্টা করছি। আমরা কাজ শুরু করে দিয়েছি।

তিনি আরও বলেন, আমরা এ দুর্বৃত্তায়নের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে মানুষের আর্থিক উন্নয়নের চেষ্টা করছি। এ কারণেই এখানে আসা। যেন উত্তরাবাংলায় আবারো কাজের আবার পরিবেশ তৈরি হয়। মানুষ যেন তার পেশায় ফিরে যেতে পারে। সুগার মিলের যেসব জায়গা দখল হয়েছে সেগুলো উদ্ধারের চেষ্টা করছি। বাংলাদেশ একটি কৃষি ভিত্তিক দেশ। কৃষকদের সাপোর্ট দেওয়াই একটা জনসমর্থিক সরকারের কাজ। আমরা চেষ্টা করছি একটার পর একটা বন্ধ কারখানা চালু করার। আমরা যতদূর পারি খুলে দিয়ে যাবো। পরে যারা আসবেন তারা এটি চালিয়ে নেবেন। গত সরকারের পার্টনারশিপ পরিকল্পনার পরিণতি এ রক্তাক্ত বাংলাদেশ। ছাত্র-ছাত্রীরা যে অবদান রেখেছেন, সেই অবদানের যথাযথ স্বীকৃতি যেন আমরা দিতে পারি।

এ সময় চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের সচিব আনোয়ার কবীর, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও ‘জুলাই স্মৃতি ফাউন্ডেশন’-এর সাধারণ সম্পাদক সারজিস আলম, জেলা প্রশাসক সাবেত আলী, পুলিশ সুপার মিজানুর রহমান, কেন্দ্রীয় বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ, জামায়াতে ইসলামীর জেলা আমির ইকবার হোসাইনসহ পঞ্চগহড় সুগার মিলের কর্মকর্তা, কর্মচারী, রাজনৈতিক নেতাকর্মী, আঁখচাষিসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

পরে সন্ধায় পঞ্চগড় জেলা প্রশাসনের আয়োজনে পঞ্চগড় সার্কিট হাউজে জুলাইয়ের গণঅভ্যুত্থান নিহত পঞ্চগড়ের ৫ শহীদ পরিবারের সদস্যদের সাথে মতবিনিময়সহ তাদের বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস দেন শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।

বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘন্টা, নভেম্বর ১৬, ২০২৪
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।