ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

চাঁদপুর শহরে কিশোর গ্যাংয়ের আরও ১১ সদস্য আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৭ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২৪
চাঁদপুর শহরে কিশোর গ্যাংয়ের আরও ১১ সদস্য আটক আটকরা

চাঁদপুর: চাঁদপুর শহরের বিভিন্ন স্থানে যৌথ অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের আরও ১১ সদস্যকে আটক করা হয়েছে।

শনিবার (১৬ নভেম্বর) বিকেল থেকে রাত ৯টা পর্যন্ত শহরের বাবুরহাট কলেজ মাঠ, স্বর্ণখোলা রোড ও বড় স্টেশন এলাকায় সদর মডেল থানা, জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও সেনাবাহিনী যৌথ অভিযান পরিচালনা করে তাদের আটক করে।

রাত সাড়ে ৯টায় চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া এতথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, কিশোর গ্যাংয়ের সদস্য সন্দেহে ১১জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে যারা অপরাধমূলক কাজে জড়িত প্রমাণিত হবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আর যাদের বিরুদ্ধে কোনো ধরনের সম্পৃক্ততা পাওয়া যাবে না তাদের অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হবে।

এর আগে গত সপ্তাহে মডেল থানা ও ডিবি পুলিশের দুটি পৃথক অভিযানে পাঁচজন এবং অস্ত্রসহ তিনজন কিশোর গ্যাংয়ের সদস্যকে আটক করা হয়। এদের মধ্যে তিনজনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা করে আদালতে পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ০৭৪৬ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২৪
আরএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।