ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শহীদ আব্দুল্লাহর বাড়িতে উপদেষ্টা এ এফ হাসান আরিফ

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৯ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২৪
শহীদ আব্দুল্লাহর বাড়িতে উপদেষ্টা এ এফ হাসান আরিফ

বেনাপোল (যশোর): বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সহযোদ্ধা, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মেধাবী শিক্ষার্থী, শহীদ বীর আব্দুল্লাহর বাড়িতে যান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ।  

সোমবার (১৮ নভেম্বর) দুপুরে উপদেষ্টা হাসান আরিফ তার বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের খোঁজ খবর নেন ও শহীদ আব্দুল্লাহর
কবর জিয়ারত করেন এবং তার রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।

 

এসময় উপদেষ্টা হাসান আরিফ জানান, শুধু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনই নয় ১৬ বছরে বিগত সরকারের আমলে যতগুলো হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে সব গুলোর বিচার হবে। এটা একটি চলমান প্রক্রিয়া। গত আট তারিখ থেকে প্রতিটি হত্যাকাণ্ডের বিচার কার্যক্রম চলছে।  

এসময় যশোর জেলা প্রশাসকসহ জেলা-উপজেলার আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।