ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বান্দরবানে বিজিবির অভিযান, অস্ত্র-গুলি ও বিভিন্ন সরঞ্জাম জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৩ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২৪
বান্দরবানে বিজিবির অভিযান, অস্ত্র-গুলি ও বিভিন্ন সরঞ্জাম জব্দ

বান্দরবান: বান্দরবানের থানচি উপজেলার দুর্গম সীমান্তবর্তী হাজরাং পাড়ায় সন্ত্রাসবিরোধী অভিযানে অস্ত্র-গুলি ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।

বিজিবির সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) মো. শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ১৭ নভেম্বর (সোমবার) ভোরে বান্দরবানের থানচি উপজেলার বলিপাড়া ব্যাটালিয়নের (৩৮ বিজিবি) ভারপ্রাপ্ত অ্যাডজুটেন্ট ক্যাপ্টেন মো. ইমামুল আজিম আর্টিলারির নেতৃত্বে একটি দল নেপিউপাড়া বিওপির আওতাধীন হাজরাং পাড়া এলাকায় ফাঁদ পেতে অবস্থান করে।



আভিযানিক দলটি অবস্থানকালীন হঠাৎ ইউনিফর্ম পরিহিত দুজন সশস্ত্র এবং কয়েকজন সিভিল পোশাক পরিহিত সন্ত্রাসীকে ঝিরি অতিক্রম করতে দেখতে পায়। এসময় সশস্ত্র সন্ত্রাসীরা বিজিবির আভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে আত্মরক্ষার্থে বিজিবির আভিযানিক দলটি সন্ত্রাসীদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এদিকে উভয়পক্ষের গোলাগুলির ঘটনার ফলে সন্ত্রাসী দলটি ছত্রভঙ্গ হয়ে যায় এবং গহীন জঙ্গলে পালিয়ে যায়।

পরে আভিযানিক দলটি ঘটনাস্থল থেকে দুটি দেশীয় তৈরি এক নলা গাদা বন্দুক, কাঠের তৈরি দেশীয় পিস্তল, দুই রাউন্ড কার্তুজ, কার্তুজের খালি খোসা একটি, অস্ত্র পরিষ্কারের ক্লিনিং কিটস, অয়েল বোতল একটি, অয়েল ব্রাশ একটি, কটন এক বান্ডেল এবং একটি কমব্যাট পোশাক (শার্ট) উদ্ধার করতে সক্ষম হয়।

বাংলাদেশ সময়: ১৯০৬ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।