ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

সুন্দরবনে ফের দুই জেলে অপহরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০২ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২৪
সুন্দরবনে ফের দুই জেলে অপহরণ

সাতক্ষীরা: সুন্দরবনে আবারও দুই জেলে অপহরণের ঘটনা ঘটেছে। রোববার (১৭ নভেম্বর) রাতে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কেওড়াতলী খাল থেকে তিন সদস্যের একটি দস্যু দল অস্ত্রের মুখে তাদের তুলে নিয়ে যায়।

অপহৃত জেলেরা হলেন- শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের সিংহড়তলী গ্রামের মৃত আক্কাজ মোড়লের ছেলে ইয়াজুল ইসলাম (৫৫) ও চুনকুড়ি গ্রামের রাশিদুল ইসলামের ছেলে ফয়সাল হোসেন (২৮)।

তাদের অপহরণের বিষয়টি নিশ্চিত করেছেন অপহৃত জেলেদের নৌকায় থাকা সহকর্মী রফিকুল ইসলাম ও সোহাগ হোসেন।

অপহরণের শিকার দুই জেলের মহাজন জানান, কদমতলা স্টেশন থেকে কাঁকড়া শিকারের পাশ (অনুমতি) নিয়ে আরও চার সহযোগীর সঙ্গে শনিবার রিয়াজুল ও ফয়সাল বনে যান। রোববার রাতে সুন্দরবনের চালতেবাড়িয়ার কেওড়াতলী খালে নৌকায় ঘুমন্ত অবস্থায় অস্ত্রধারীরা এসে দুই নৌকা থেকে দুইজনকে তুলে নিয়ে গেছে। যাওয়ার সময় পরিবারের সঙ্গে যোগাযোগ করে মুক্তিপণের বিনিময়ে তাদের ফিরিয়ে দেওয়া হবে বলে জানিয়ে যায় অপহরণকারীরা।

তিনি আরও জানান, জিম্মি দু’জনের ক্ষতির শঙ্কা থাকায় তারা থানা পুলিশ ও বনবিভাগকে বিষয়টি এখনো জানায়নি।  

এ বিষয়ে সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এ জেড হাসানুর রহমান জানান, জেলে অপহরণের বিষয়ে তাদের কেউ কোনো তথ্য দেয়নি।  

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবীর জানান, এ ধরনের কোনো অভিযোগ থানা পুলিশকে কেউ জানায়নি। তবে বিষয়টির খোঁজ খবর নেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।