ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

হয়রানিমূলক আন্দোলনের বিপক্ষে জনমত শক্তিশালী হচ্ছে: উপদেষ্টা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৯ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২৪
হয়রানিমূলক আন্দোলনের বিপক্ষে জনমত শক্তিশালী হচ্ছে: উপদেষ্টা আসিফ নজরুল

ঢাকা: আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, হয়রানিমূলক, জিম্মি করা আন্দোলনের বিপক্ষে সাধারণ জনমত অত্যন্ত শক্তিশালী হচ্ছে।  

মঙ্গলবার (১৯ নভেম্বর) সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘অন্তর্বর্তী সরকারের ১০০ দিন: আইন মন্ত্রণালয়ের কৈফিয়ত’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

 

তিনি বলেন, যে কেউ ভিন্ন মত পোষণ করতে পারে। কিন্তু আন্দোলনকারীরা যদি এভাবে রাস্তা ব্লক করে সাধারণ মানুষকে জিম্মি করে ভোগান্তিতে ফেলে, অসহনীয় ট্রাফিক জ্যাম সৃষ্টি করে তাহলে সাধারণ মানুষের প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তোলা উচিত।

উপদেষ্টা বলেন, আপনারা আন্দোলন করবেন করেন কিন্তু সাধারণ মানুষকে জিম্মি করে নয়। গতকাল আমি শুনেছি ট্রেনে ঢিল মেরে নারী, শিশুদের আহত করা হয়েছে। কোথাও দাঁড়িয়ে বলে দেবেন একটি কলেজকে বিশ্ববিদ্যালয় বানিয়ে দেবে, মন চাইলে এইচএসসি পরীক্ষা দেবেন না, আমার রেজাল্ট বদলে দিতে হবে এটা কী ধরনের আন্দোলন?   

আসিফ নজরুল বলেন, এখন আমরা কঠোর পদক্ষেপ নিলে সবাই সমালোচনা শুরু করবেন। পুলিশ কেন ব্যবস্থা নিল, আগের পুলিশ কি না। এ ধরনের বিষয় ম্যানেজ করা খুবই টাফ।  

অন্যায্য আন্দোলনের বিপক্ষে রাষ্ট্র কেন শক্ত অবস্থানে যাচ্ছে না এমন প্রশ্নের জবাবে আসিফ নজরুল বলেন, রাষ্ট্র যদি শক্ত হয়, দুই একজন যদি আহত বা গ্রেপ্তার হয় তাহলে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের কষ্ট তৈরি হবে। যে আমরাও বিগত সরকারের মতো দমন নীতিতে যাচ্ছি কি না? সে বিষয়টি আমাদের মাথায় রাখতে হয়। আমরা যেহেতু গণঅভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা নিয়েছি, এখানে অনেক চিন্তা করতে হয়। সাধারণ মানুষের কষ্ট হবে কি না সেটাও দেখতে হয়।

এতে করে সরকারের দুর্বলতা প্রকাশ পাচ্ছে কি না, জানতে চাইলে তিনি বলেন, আন্দোলনকারীরা কিছুটা পেয়ে বসেছে, আপনারা যে ধরনের প্রশ্ন করছেন যখন সবার মধ্যে এই বোধ জাগ্রত হবে আমরা বেশি ভালোবাসা দিচ্ছি। তখন আমাদের শক্ত হওয়ার সুযোগ সৃষ্টি হবে।  

সরকার শক্ত হলে ভালোভাবেই হবে বলেও আন্দোলনকারীদের সতর্ক করেন আসিফ নজরুল।  

বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, নভেম্বর ১৯,২০২৪
জিসিজি/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।