ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নেশার টাকা জন্য ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৭ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২৪
নেশার টাকা জন্য ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ প্রতীকী ছবি

কুষ্টিয়া: কুষ্টিয়ার দৌলতপুরে নেশার টাকা জোগাড় করতে গিয়ে আপেল লস্কর (৫৮) নামে এক মাছ ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার চাচাতো ভাই সাজেদুল লস্করের বিরুদ্ধে।  

এ ঘটনায় স্থানীয়রা অভিযুক্ত সাজেদুলকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

 

শনিবার (২৩ নভেম্বর) সকাল ৬টার দিকে দৌলতপুর উপজেলার হোগলবাড়ীয়া ইউনিয়নের সোনাইকুন্ডি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আপেল লস্কর ওই এলাকার আমজাদ লস্করের ছেলে এবং আটক সাজেদুল রেজওয়ান লস্করের ছেলে। তারা সম্পর্কে আপন চাচাতো ভাই।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মাছ ব্যবসায়ী আপেল লস্কর বাড়ি থেকে ভেড়ামারা আড়তে ইলিশ মাছ কেনার উদ্দেশে যাচ্ছিলেন। এসময় বাড়ির সামনে থাকা সাজেদুল লস্কর পেছন থেকে লাঠি দিয়ে আপেল লস্করের মাথায় আঘাত করেন। লাঠির আঘাতে আপেল লস্কর মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

এসময় সাজেদুল লস্কর পালানোর চেষ্টা করলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে খবর দেয়।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আওয়াল কবীর জানান, চাচাতো ভাইয়ের লাঠির আঘাতে আপেল লস্কর নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় চাচাতো ভাইকে আটক করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মাছ কিনতে যাওয়ার সময় মাদকাসক্ত সাজেদুল নেশার টাকা ম্যানেজ করতে আপেল লস্করকে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২৪
আরএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।