ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ছেলে বেঁচে নেই জানেন না মা, মরদেহ নিতে ঢাকার পথে বাবা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৩ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২৪
ছেলে বেঁচে নেই জানেন না মা, মরদেহ নিতে ঢাকার পথে বাবা নিহত শিক্ষার্থী মাহিন

নীলফামারী: শনিবার (২৩ নভেম্বর) সকালে গাজীপুরের শ্রীপুরে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) পিকনিকের দোতলা বাস বিদ্যুতায়িত হয়ে মারা যাওয়া তিনজনের মধ্যে রয়েছেন মুবতাছিন রহমান মাহিন।  

রংপুর নগরীর জুম্মাপাড়ায় তাদের বাড়ি।

মাহিনের বাবা ইমতিয়াজুর রহমান এবি ব্যাংকের সৈয়দপুর শাখার ব্যবস্থাপক। ছেলের মৃত্যুর খবর স্ত্রীকে শোনাননি। তিনি মাহিনের মরদেহ আনতে সৈয়দপুর থেকে ঢাকার পথে রওনা হয়েছেন।

মাহিনের চাচা হাসান রহমান জানান, আইইউটি ইউনিভার্সিটিতে ক্যারিয়ার অ্যান্ড বিজনেস সোসাইটিতে শেষ বর্ষে পড়ছিল মাহিন। সকালে সে বাসে বিদ্যুতায়িত হয়ে পুড়ে মারা গেছে। মাহিনের বাবা ঢাকার পথে রওনা দিয়েছে। বিষয়টি এখনও তার মাকে জানানো হয়নি। ছেলের মৃত্যুর খবর তার মা সহ্য করতে পারবেন না। এ জন্য বাড়ির আশপাশে কাউকে আসতে দেওয়া হচ্ছে না।

উল্লেখ্য, ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা গাজীপুরে পিকনিক করতে যায়। তাদের বহনকারী বিআরটিসির দোতলা বাসটি শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের উদয়খালি গ্রামে পৌঁছালে ঝুলে থাকা তারে বিদ্যুতায়িত হয়ে মাহিনসহ আইইউটির
তিন শিক্ষার্থী মারা যান। এ ঘটনায় আহত হন আরও তিন জন।

এই মৃত্যুতে পরিবার, পাড়া-প্রতিবেশী ও বন্ধু-বান্ধব সকলেই বাকরুদ্ধ হয়ে পড়েছেন।  

স্বজনরা জানান, মুবতাছিন রহমান মাহিন শান্ত স্বভাবের ছিলেন। বাইরে তেমন আড্ডা দিতেন না। শুধু কয়েকজন বন্ধুর সঙ্গে ভালো সম্পর্ক ছিল তার।

বাংলাদেশ সময়: ২০৩৯ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২৪
এজেডএস/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।