ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

টাঙ্গাইলে তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে ম্যারাথন 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৬ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২৪
টাঙ্গাইলে তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে ম্যারাথন 

টাঙ্গাইল: টাঙ্গাইলের ধনবাড়ীতে তরুণ প্রজন্মকে মাদকসহ অপরাধ কর্মকাণ্ড থেকে দূরে রাখতে অনুষ্ঠিত হয়েছে সাড়ে ১১ কিলোমিটার হাফ ম্যারাথন প্রতিযোগিতা।  

স্পোর্টস লাভারস্ অ্যাসোসিয়েশনের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার (২৩ নভেম্বর) সকালে সরকারি ধনবাড়ী নওয়াব ইনস্টিটিউশন মাঠে এ ম্যারাথন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

 

এতে প্রধান অতিথি ছিলেন ধনবাড়ী নওয়াব এস্টেটের মোতোয়ালি আফিফ উদ্দিন আহমাদ।

প্রধান বক্তা ছিলেন- স্পোর্টস লাভারস্  অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট সোলায়মান হোসেন।  

স্পোর্টস লাভারস্ অ্যাসোসিয়েশনের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে বক্তব্য দেন- শেরপুরের যুগ্ম জেলা জজ এস এম মাসুদ জামান, ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি এম আজিজুর রহমান, পৌর বিএনপির সভাপতি এস এম এ সোবহান, সরকারি ধনবাড়ী নওয়াব ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, স্পোর্টস লাভারস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক।  

ম্যারাথনে অংশগ্রহণকারী ইমরান হাসান বলেন, আমি পাবনা থেকে ধনবাড়ীতে এসেছি। আজকে ম্যারাথনে প্রথম স্থান অধিকার করেছি। আমি চাই প্রত্যেকটা জেলা, উপজেলাতে এরকম আয়োজন করা হোক। তাহলে সবাই মাদক ও অপরাধ থেকে দূরে থাকবে।  

তিনি আরও বলেন, আমি পাবনা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ২০২২ সালে মেকানিক্যাল বিভাগ থেকে ডিপ্লোমা পাশ করেছি। আমি এ পর্যন্ত ৭০ এরও বেশি ম্যারাথনে অংশগ্রহণ করেছি। সবগুলোই প্রথম ও দ্বিতীয় হয়েছি। আমি ৪ বছর ধরে ম্যারাথনে অংশগ্রহণ করে আসছি। খেলাধুলার পাশাপাশি ম্যারাথনে অংশগ্রহণ করি। পরিবারের সবাই আমাকে সাপোর্ট করে এজন্য আমি এতো দূর পৌঁছাতে পেরেছি।  

সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার রাহিম উদ্দিন বলেন, আমি ৯ বছর ধরে পুলিশে কর্মরত আছি। বর্তমানে বাংলাদেশ জেল পুলিশ কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট কর্মরত রয়েছি। এর পাশাপাশি ম্যারাথনে অংশগ্রহণ করি। আমি এ পর্যন্ত ৩২টি ম্যারাথনে অংশগ্রহণ করেছি। ৫টিতে প্রথম, ১১টিতে দ্বিতীয় ও ৫টিতে তৃতীয় হয়েছি।  

তিনি আরও বলেন, দুই সপ্তাহে আগে খুলনাতে ১০ কিলোমিটার ম্যারাথনে ৩৬ মিনিট সময় লেগেছিল। তখন প্রথম স্থান অধিকার করেছিলাম। গত সপ্তাহে চাঁদপুরে প্রথম হয়েছি ৫ কিলোমিটার ম্যারাথনে সময় লেগেছিল ১৭ মিনিট। আজকে সাড়ে ১১ কিলোমিটার ম্যারাথনে ৪০ মিনিট সময় লেগেছে। আজকে আমি দ্বিতীয় হয়েছি। আমি চাই এরকম আয়োজন প্রতিবছর করা হোক।  

স্পোর্টস লাভারস্  অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট সোলায়মান হোসেন বলেন, তরুণ প্রজন্মকে মাদকসহ অপরাধ কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলাকে ছড়িয়ে দিতে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। তরুণ প্রজন্মকে সামনের দিকে এগিয়ে নিতে ও সুস্থ রাখতে মোবাইল ফোন এবং ইন্টারনেট জগত থেকে খেলার মাঠে আনতে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এছাড়াও এই সংগঠনটি শিক্ষা ও সংস্কৃতি অঙ্গনেও গুরুত্বপূর্ণ অবদান রাখছে।  

ম্যারাথনে ৪০০ জন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। পাঁচজনকে পুরস্কার দেওয়া হয়। এছাড়াও বাচ্চাদের খেলাধুলা, কাবাডি রশি টানাটানি খেলা অনুষ্ঠিত হয়।  

বাংলাদেশ সময়: ২০৪৪ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।