ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আগারগাঁওয়ে সড়ক ছাড়লেন ব্যাটারিচালিত রিকশাচালকরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩২ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২৪
আগারগাঁওয়ে সড়ক ছাড়লেন ব্যাটারিচালিত রিকশাচালকরা

ঢাকা: ব্যাটারিচালিত রিকশা বন্ধে হাইকোর্টের আদেশ প্রত্যাহার করার দাবিতে আগারগাঁওয়ে সড়ক অবরোধ করে আন্দোলন করছিলেন ব্যাটারিচালিত রিকশাচালকরা। ফলে আগারগাঁও সড়ক দিয়ে যান চলাচল স্থবির হয়ে পড়েছিল।

সোমবার (২৫ নভেম্বর) সকাল ১০টা ১০ মিনিটে ব্যাটারিচালিত রিকশাচালকরা আগারগাঁও এলাকায় সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেন। পরে দুপুর ২টা ১৫ মিনিটে সড়ক ছেড়ে দেন তারা। তবে সড়ক ছাড়লেও আশপাশে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিয়ে থাকেন ব্যাটারিচালিত রিকশাচালকরা।

বিষয়টি নিশ্চিত করেছেন শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আজম। তিনি বলেন, আগারগাঁও এলাকার সড়ক থেকে সরে গিয়েছেন ব্যাটারিচালিত রিকশাচালকরা। দুপুর ২টা ১৫ মিনিটে। তারা নিজে থেকেই সড়ক থেকে সরে গিয়েছেন। এখন আগারগাঁও এলাকার যান চলাচল স্বাভাবিক রয়েছে।

এর আগে রোববার ব্যাটারিচালিত রিকশা চালু করাসহ ১২ দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে গণঅবস্থান কর্মসূচি পালন করেন রিকশাচালকরা। পরে কর্মসূচি স্থগিত করে মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সঙ্গে বৈঠকে বসার ঘোষণা দেয় রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়ন।

রোববার সকাল থেকে মোহাম্মদপুর বেড়িবাঁধ সড়ক, তিন রাস্তার মোড়, যাত্রাবাড়ী মোড় ও কামরাঙ্গীরচরে শত শত রিকশাচালক অবস্থান নেন। এতে ওই সব সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে অফিস ও কর্মস্থলগামী মানুষ বিপাকে পড়েন।

এর আগে গত ১৯ নভেম্বর ঢাকা মহানগর এলাকার সব সড়কে ব্যাটারিচালিত অটোরিকশার চলাচল তিন দিনের মধ্যে বন্ধ বা বিধিনিষেধ আরোপ করতে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক, ঢাকার জেলা প্রশাসক, দুই সিটি করপোরেশনের প্রশাসক, ঢাকা মহানগর পুলিশ কমিশনারসহ বিবাদীদের প্রতি এ নির্দেশ দেওয়া হয়।

রাজধানীতে ব্যাটারিচালিত রিকশা বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে গত কয়েকদিন ধরে সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছেন রিকশাচালকরা। গত শুক্রবারও জুরাইনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে ছোড়া হয় টিয়ারশেল।

বাংলাদেশ সময়: ১৫৩১ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২৪
এমএমআই/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।