ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

ছবিতে যাত্রাবাড়ীর সংঘর্ষ

শাকিল আহমেদ, স্টাফ ফটো করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৪ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২৪
ছবিতে যাত্রাবাড়ীর সংঘর্ষ ছবি: শাকিল আহমেদ

রাজধানীর যাত্রাবাড়ী-ডেমরা রোডে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে কবি নজরুল সরকারি কলেজ ও শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে।

রোববারের (২৫ নভেম্বর) দুপুরের এ সংঘর্ষে বেশ কিছু শিক্ষার্থী আহত হন

সংঘর্ষে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও রণক্ষেত্রে পরিণত হয় যাত্রাবাড়ীর ডেমরা এলাকা।

এর আগে সোহরাওয়ার্দী ও কবি নজরুল কলেজের শিক্ষার্থীরা মাহবুবুর মোল্লা কলেজে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট চালায়।

সংঘর্ষে কবি নজরুল সরকারি কলেজ ও সোহরাওয়ার্দী কলেজের আহত অন্তত ১৫ শিক্ষার্থী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

আহত ও তাদের সতীর্থরা জানান, গতকাল রোববার কবি নজরুল সরকারি কলেজ ও সোহরাওয়ার্দী কলেজে হামলা, ভাঙচুর ও লুটপাট চালান ডেমরার ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা।

এর জবাবে আজ সোমবার ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা, ভাঙচুর ও লুটপাট হলো।  

বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২৪
এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।