কুমিল্লা: বিদেশে বসে আওয়ামী ফ্যাসিস্টরা এখনো ষড়যন্ত্র করে যাচ্ছে উল্লেখ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, আওয়ামী ফ্যাসিস্টদের পতনে আমরা যেভাবে এক হয়েছিলাম, ঠিক একইভাবে পরবর্তী বাংলাদেশ গঠনেও এক থাকব।
আমাদের মধ্যে যদি কোনো বিভাজন থাকে তাহলে এর সুযোগে আবারও আওয়ামী ফ্যাসিস্টরা পুনর্বাসিত হবে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে মঙ্গলবার (২৬ নভেম্বর) দেবিদ্বার উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হল রুমে আয়োজিত স্মরণসভায় তিনি এসব কথা বলেন।
স্মরণ সভায় তিনি আরও বলেন, আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় শক্তি হচ্ছে ছাত্রদের ঐক্য। এই ঐক্যটিও আমাদের ধরে রাখতে হবে। ফ্যাসিস্ট সরকারের দোসররা আবারও মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে। আমরা চাই এই ফ্যাসিবাদ যেন অন্য কোনো ফর্মে পুনর্বাসিত না হতে পারে। এ বিষয়ে আমাদের সবাইকে সচেতন থাকতে হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানার সভাপতিত্বে ও সমাজসেবা কর্মকর্তা মো. নাছির উদ্দীনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মিনহাজ উদ্দিন।
বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ রায়হানুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. শাহীন, দেবিদ্বার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শাহিনুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাজমুল হাসান নাহিদ, মোহতাদির জারিফ সিক্ত।
আলোচনা শেষে গণঅভ্যুত্থানে শহীদদের মাগফিরাত ও আহদের সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
পরে হাসনাত আব্দুল্লাহ দেবিদ্বার মাজেদা আহসান মুন্সী পৌর গণপাঠাগার পরিদর্শন করেন এবং ৭ শতাধিক বই উপহার দেন। বিকেলে উপজেলা পরিষদ হল রুমে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন।
বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২৪
আরএ