ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

রাঙামাটিতে ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের স্মরণে সভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩০ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২৪
রাঙামাটিতে ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের স্মরণে সভা

রাঙামাটি: জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে সভা হয়েছে।  

বুধবার (২৭ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসনের মিলনায়তনে জেলা প্রশাসক মো. মোশারফ হোসেন খানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, তৎকালীন ফ্যাসিস্ট সরকারের রেখে যাওয়া হায়নারা পুরো দেশকে বর্তমানে অস্থির করে তুলছে। দেশবিরোধী ষড়যন্ত্র শুরু করেছে। তাদের প্রতিহত করতে দেশের সব শান্তিপ্রিয় ও দেশপ্রেমিক মানুষদের এগিয়ে আসতে হবে।

এসময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান রিপন চাকমা, পুলিশ সুপার ড. এস. এম ফরহাদ হোসেন, সিভিল সার্জন ডা. নূয়েন খীসা, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ, বৈষম্যবিরোধী ছাত্ররা এ সভায় অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২৪
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।