ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

মাদারীপুরে হত্যা মামলায় দুই ভাই গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৮ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২৪
মাদারীপুরে হত্যা মামলায় দুই ভাই গ্রেপ্তার

মাদারীপুর: মাদারীপুরের মহসিন আকন হত্যা মামলার প্রধান আসামি হুমায়ুন মুন্সী (৫৫) ও শাহীন মুন্সীকে (৫২) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

মঙ্গলবার (২৬ নভেম্বর) ঢাকার মিরপুরে অভিযান চালিয়েতা দের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হুমায়ুন মুন্সী ও শাহীন মুন্সী মাদারীপুর সদর উপজেলার দুধখালী ইউনিয়নের এওজ এলাকার মৃত রশিদ মুন্সীর ছেলে। তারা দুজন সম্পর্কে আপন ভাই। গ্রেপ্তার দুজনে বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য মাদারীপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, জমি সংক্রান্ত বিরোধের জেরে গত ৫ সেপ্টেম্বর রাত সাড়ে ৮ দিকে মাদারীপুর সদর উপজেলার দুধখালীর এওজ এলাকার একটি বাজারে চায়ের দোকানে আসামি হুমায়ুন মুন্সীসহ তার সহযোগীরা রামদা, ছুরি, ছ্যান, লোহার রড, হকিস্টিক ও বাঁশের লাঠি দিয়ে মহসিন আকনের ওপর অর্তকিত হামলা চালিয়ে জখম করে, এতে মহসিন আকনের পেটের নাড়িভুড়ি বের হয়ে যায়। পরে স্থানীয় লোকজন মহসিনকে উদ্ধার করে চিকিৎসার জন্য মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠায়। চিকিৎসাধীন অবস্থায় মহসিন আকন গত ৮ সেপ্টেম্বর ঢাকায় মারা যান।  

এ ঘটনার মহসিন আকনের মেয়ে মারিয়া আক্তার বাদী হয়ে গত ৯ সেপ্টেম্বর ১৭ জনের নামোল্লেখ করে মাদারীপুর সদর থানায় হত্যা মামলা করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) আমিনুল বলেন, ‘দুই আসামিকে গ্রেপ্তারের পর বুধবার দুপুরে আদালতে পাঠানো হয়। পরে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

বাংলাদেশ সময়: ১২৫৮ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২৪
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।