ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

হোমনায় মাকে পিটিয়ে হত্যার অভিযোগ, আটক ছেলে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৪ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২৪
হোমনায় মাকে পিটিয়ে হত্যার অভিযোগ, আটক ছেলে

কুমিল্লা: কুমিল্লার হোমনায় সৎ মা সেনোয়ারা বেগমকে (৬৫) পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে সৎ ছেলে মোফাজ্জল হোসেন বেনুর বিরুদ্ধে।  

নিহত সানোয়ারা বেগম শ্রীনগর গ্রামের আবুল কাশেমের স্ত্রী।

শুক্রবার (২৯ নভেম্বর) অভিযুক্ত আসামি সৎ ছেলে মোফাজ্জল হোসেনকে আটক করেছে পুলিশ।  

স্থানীয় সূত্রে জানা যায়, আবুল কাশেম তার প্রথম স্ত্রী মারা যাওয়ার পর ২০০৯ পার্শ্ববর্তী বাঞ্ছারামপুর উপজেলার মানিকপুর গ্রামের সানোয়ারা বেগমকে বিয়ে করেন। সানোয়ারা বেগমের ঘরে কোনো সন্তান ছিল না। আবুল কাশেমের প্রথম স্ত্রীর ঘরে তিন ছেলে ও তিন মেয়ে রয়েছে। এ ঘটনায় ভিকটিমের আরেক সৎ পুত্রবধূ হোসনে আরা বেগম বাদী হয়ে হোমনা থানায় একটি হত্যা মামলা করেন।  

অভিযোগ সূত্রে জানা যায়, নিহত সানোয়ারা বেগম সৎ মা হওয়ায় প্রায়ই তাকে গালমন্দ করতেন মোফাজ্জল হোসেন। শ্রীনগর গ্রামের বাড়িতে বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেলে খাবার খেতে গিয়ে সৎ মায়ের সঙ্গে ঝগড়া হয়। একপর্যায়ে মাকে কাঠের লাঠি দিয়ে পিটিয়ে আহত করেন। সানোয়ারা বেগমের অবস্থা সঙ্কটাপন্ন হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।  

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম বলেন, নিহত সানোয়ারা বেগমের মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। আসামি সৎ ছেলে মোফাজ্জল হোসেনকে আটক করা হয়েছে। তাকে অপ্রকৃতিস্থ বলে মনে হয়েছে।  

বাংলাদেশ সময়: ২২৪০ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২৪
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।