ঢাকা: রাজধানীর পোস্তগোলার একটি মাদরাসা থেকে রবি উল্লাহ রবি (৪৫) নামে এক ব্যক্তি ও বাড্ডা থেকে আলআমিন (২৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১ ডিসেম্বর) দুপুরের দিকে পোস্তগোলা থেকে আর সকালে বাড্ডা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান জানান, পোস্তগোলা হাজী মোসলেহ উদ্দিন আরবি মাদরাসার একটি রুমে থাকতেন রবি উল্লাহ। খবর পেয়ে ওই রুম থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
তিনি জানান, ওই মাদরাসার মালিক রবি উল্লাহর আত্মীয়। এ সুবাদে সেখানে থাকতেন তিনি। সেখানেই তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। তার বাবার নাম আহসানুল্লাহ। বিস্তারিত জানার চেষ্টা চলছে।
এদিকে বাড্ডার দক্ষিণ আনন্দনগর বাইতুল ফালাহ মসজিদের সামনে ইউনুসের বাড়িতে ভাড়া থাকতেন আলআমিন (২৮)। তার বাড়ি গাজীপুরের শ্রীপুর উপজেলার পাজিলা গ্রামে। তার বাবার নাম মৃত উজির উদ্দিন। তিনি পেশায় রিকশাচালক।
সুরতহাল প্রতিবেদনে বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) সোহাগ হোসেন উল্লেখ করেন, টিনসেড বাসার ভেতর রুমের আড়ার সঙ্গে ওড়না পেঁচানো গলায় ফাঁস লাগা অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
আলআমিনের স্বজনরা জানান, তার একটি মেয়ে আছে। তার স্ত্রী নুপুর আক্তার গার্মেন্টস কর্মী। ভোরে স্ত্রী রান্না করতে গেলে রুমের দরজা বন্ধ করে গলায় ফাঁস দেয় আলআমিন। তাদের দাবি পারিবারিক কলহের জেরে এ আত্মহত্যার ঘটনা ঘটছে।
বাংলাদেশ সময়: ২১৪৬ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০২৪
এজেডএস/আরআইএস