ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সবুজবাগে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৭ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০২৪
সবুজবাগে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর সবুজবাগের বেগুনবাড়ি এলাকায় বিধান মণ্ডল (১৯) নামে এক চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

সোমবার (২ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করে পুলিশ।

এর আগে রোববার (১ ডিসেম্বর) সন্ধ্যা থেকে রাত ১২টার মধ্যে যেকোনো সময় এ ঘটনা ঘটে। মধ্যরাতে তার মরদেহ উদ্ধার করে সবুজবাগ থানা পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়।  

সবুজবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. এনামুল হক মিঠু জানান, খবর পেয়ে রোববার রাত সোয়া ১২টার দিকে বেগুনবাড়ি গ্রিন মডেল টাউনের ব্লক-ই, রোড নম্বর ১২-এর একটি খালি প্লট থেকে ওই অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করা হয়। তার গলায় রশি পেঁচানো ছিল। এছাড়া মাথার পেছনে থেতলানো আঘাত, থুতনির বাম পাশে আঁচড়ের দাগ রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধে হত্যার পর তার অটোরিকশাটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আর মরদেহ গ্রিন মডেল টাউনের ফাঁকা জায়গায় ফেলে রাখা হয়েছে।  

তিনি আরও জানান, এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন। ঘটনার বিস্তারিত তদন্ত ও ঘাতকদের শনাক্তের চেষ্টা চলছে।  

এদিকে নিহত বিধান মণ্ডলের খালাতো ভাই সুজন মণ্ডল জানান, পরিবারের সঙ্গে ডেমরা কায়েতপাড়া ৭০ নম্বর ওয়ার্ডে থাকতেন বিধান। তিনি ভাইয়ের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। তার বাবা মহাদেব মণ্ডল ফার্নিচারের ব্যবসা করেন। দুই মাস আগে বিধানকে তার বাবা ব্যাটারিচালিত অটোরিকশাটি কিনে দিয়েছিলেন। রোববার সন্ধ্যায় খাওয়া-দাওয়া করে তিনি অটোরিকশা চালাতে বের হয়েছিলেন। এরপর রাতে বাসায় না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। কোথাও না পেয়ে সবুজবাগ থানায় গেলে তার মরদেহ উদ্ধারের খবর শুনতে পান। অটোরিকশা ছিনতাইয়ের জন্য তাকে হত্যা করা হয়েছে বলে তাদেরও ধারণা।

বাংলাদেশ সময়: ১২৪৬ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০২৪
এজেডএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।