ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

পাথরঘাটায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার 

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৩ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০২৪
পাথরঘাটায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার  এনামুল হোসেন

পাথরঘাটা, (বরগুনা): বরগুনার পাথরঘাটায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনির ওপর হামলা ও কয়েক শতাধিক গাড়ি পোড়ানোর মামলার নামীয় আসামি এনামুল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

সোমবার (২ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে পাথরঘাটা পৌর শহরের বন বিভাগের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার এনামুল হোসাইন পাথরঘাটা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, পাথরঘাটা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও চরদুয়ানী ইউনিয়নের তাফালবাড়িয়া গ্রামের আশ্রারাফ আলী মাসুমের ছেলে।  

স্থানীয় ও থানা সূত্রে জানা গেছে, ২০২২ সালের ৪ সেপ্টেম্বর বিএনপির ভাইস চেয়ারম্যান ও বরগুনা জেলার বিএনপির সাবেক সভাপতি নুরুল ইসলাম মনি কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী বরগুনার পাথরঘাটা নিত্যদ্রব্য পণ্যের ঊর্ধ্বগতির বিরুদ্ধে একটি সভায় যোগদানের জন্য আসেন। তিনি গাড়িবহর নিয়ে পাথরঘাটা উপজেলার নাচনাপাড়ার সিঅ্যান্ডবি এলাকায় পৌঁছলে আগেই ওৎপেতে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা তার গাড়ি বহরে হামলা করে নুরুল ইসলাম মনিসহ শতাধিক নেতাকর্মীর ওপর হামলা করেন। এ ঘটনা নিয়ে পাথরঘাটায় একটি মামলা দায়ের করা হয়। সেই মামলায় ১০৫ জন নামীয় এবং ৩শ জন অজ্ঞাতপরিচয় আসামি করা হয়। এই মামলার ৮৫ নম্বর আসামি সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক উপজেলা ছাত্রলীগের এনামুল হোসেন।

পাথরঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী মো. ফারুক জানান, গ্রেপ্তার এনামুল হোসেন শেখ হাসিনা সরকারের অবৈধ ভোটে চেয়ারম্যান হয়েছেন। তার নামে বিএনপির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনির ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের মামলা রয়েছে। তিনি একটি মামলার আসামি হয়েও প্রকাশ্যে কীভাবে ঘুরে বেড়ায়, বিষয়টি নিয়ে পাথরঘাটায় বিক্ষোভ মিছিল করা হয়। তারা প্রকাশ্যে ঘোরাফেরা করছে এবং আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা ও ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন। এনামুল হোসাইন বড় একটি মামলার আসামি হওয়ার পরেও প্রকাশ্যে ঘোরাফেরা করছেন। যারা এভাবে করছেন তাদের গ্রেপ্তারের জোর দাবি জানান তিনি।  

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিএনপির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনির ওপর হামলার ঘটনায় মামলার নামীয় আসামি প্রকাশ্যে ঘোরাফেরা করছেন, এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাথরঘাটা পৌর শহরের বন বিভাগের কার্যালয়ের সামনে থেকে সাবেক উপজেলা চেয়ারম্যান এনামুল হোসাইনকে গ্রেপ্তার করা হয়। এনামুল হোসাইন ওই মামলার ৮৫ নম্বর আসামি। গ্রেপ্তার এনামুল হোসাইনকে আদালতে পাঠানো হয়েছে।  

তিনি আরো জানান, এ মামলায় মোট ৪০৫ জনকে আসামি করা হয়। এর মধ্যে ১০৫ জন নামীয় এবং ৩শ জন অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে। ৪০৫ জনের মধ্যে এ পর্যন্ত ১৪ জনকে গ্রেপ্তার করা হয়।  চলতি বছরের ৯ জুন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে বরগুনার পাথরঘাটায় চেয়ারম্যান পদে নির্বাচিত হন মো. এনামুল হোসাইন।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০২৪
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।