ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পরীক্ষা শেষে বাড়ি ফেরা হলো না ফারহানার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১২ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০২৪
পরীক্ষা শেষে বাড়ি ফেরা হলো না ফারহানার প্রতীকী ছবি

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে ট্রাকের সঙ্গে ব্যাটারিচালিত ইজিবাইকের মুখোমুখি ধাক্কায় ফারহানা সরকার (১৪) নামে এক স্কুলশিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন চারজন।


মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরের দিকে ঠাকুরগাঁও রোড এলাকার কালিতলায় এ দুর্ঘটনা ঘটে।  

নিহত ফারহানা সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের কালিতলা গ্রামের ফরহাদ হোসেনের মেয়ে। সে ঠাকুরগাঁও সুগার মিলস উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল। পরীক্ষা শেষ করে ফারহানা বাড়ি ফিরছিল।  

আহত চারজন হলেন- জেলার সদর উপজেলার শিবগঞ্জ এলাকার জসিম উদ্দিনের ছেলে নজরুল ইসলাম (৪০), আকচা ইউনিয়নের আব্দুল আজিজের মেয়ে মুক্তা (৫০), জামালপুর ইউনিয়নের ফুটকিবাড়ী গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে রিদম (১৫), পীরগঞ্জ উপজেলার মো. আতিয়ারের রহমানের ছেলে সাজু ইসলাম (২৪)।  

প্রত্যক্ষদোষীরা জানান, শিবগঞ্জ রোড থেকে আসা একটি ট্রাকের সঙ্গে ঠাকুরগাঁও রোড থেকে আসা ইজিবাইকের মুখোমুখি ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে ইজিবাইকের যাত্রী স্কুলশিক্ষার্থী ফারহানার মৃত্যু হয় এবং আহত হন চারজন।

২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. রকিবুল আলম চয়ন বলেন, ঘটনাস্থলে আসার আগে স্কুলশিক্ষার্থী ফারহানার মৃত্যু হয়েছেন। আহত চারজনের চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে একজন মুমূর্ষু রয়েছেন।  

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।