ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

বেনজীরের ঘনিষ্ঠ জসীম গ্রেপ্তার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৮ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০২৪
বেনজীরের ঘনিষ্ঠ জসীম গ্রেপ্তার

ঢাকা: সাবেক পুলিশপ্রধান (আইজিপি) বেনজীর আহমেদেরর ঘনিষ্ঠ বলে পরিচিতি জসীম উদ্দীনকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ।  

রাজধানীর খিলক্ষেতের লে মেরিডিয়েন হোটেলের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বুধবার (৪ ডিসেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আজহারুল ইসলাম।

তিনি বলেন, দুপুরের দিকে বাড্ডা থানায় একটি মারামারির ঘটনায় জসীম উদ্দীন নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বাড্ডা থানা পুলিশ উপস্থিত ছিল। বাড্ডা থানায় তার বিরুদ্ধে মামলা থাকায় তাদের কাছে জসীমকে সোপর্দ করা হয়েছে।

ওসি বলেন, যতটুক শুনেছি সাবেক আইজি বেনজীরের সঙ্গে জসীমের অনেক অনেক সখ্য ছিল।

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, একটি মারামারি মামলায় জসীম উদ্দীনকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে বাড্ডা থানায় আছেন।

জসীম চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান।

বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০২৪
এজেডএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।