ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

জনআকাঙ্ক্ষা পূরণ করাই প্রজাতন্ত্রের কর্মচারীদের কাজ: সিসিক প্রশাসক

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৭ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০২৪
জনআকাঙ্ক্ষা পূরণ করাই প্রজাতন্ত্রের কর্মচারীদের কাজ: সিসিক প্রশাসক

সিলেট: নাগরিকদের চাহিত সেবা দ্রুত প্রদান করতে হবে জানিয়ে সিলেটে সিটি করপোরেশনের নবাগত প্রশাসক ও বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী বলেছেন, জনআকাঙ্ক্ষা পূরণ করাই প্রজাতন্ত্রের কর্মচারীদের কাজ। তাই কোনোভাবেই জনগণের আশা-আকাঙ্ক্ষা পদদলিত করা যাবে না।

বুধবার (৪ ডিসেম্বর) দুপুরে নগর ভবনে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

তিনি স্বচ্ছতা ও দ্রুততার সঙ্গে কাজ করতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।

তিনি বলেন, কারো অধিকার পদদলিত করে টিকে থাকা যায় না। তাই যার যতটুকু অধিকার সেটুকু দিতে হবে। ত্রুটি-বিচ্যুতি যেগুলো আছে সেগুলো দূর করে নতুনভাবে দেশ গড়তে হবে।

খান মো. রেজা-উন-নবী বলেন, সিটি করপোরেশন নাগরিক সেবামূলক একটি প্রতিষ্ঠান। তাই সিটি কর্পোরেশনের কাছে মানুষের প্রত্যাশা অনেক বেশি। বিষয়টি বুঝতে হবে এবং জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে।

মতবিনিময় সভায় সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার বলেন, আমরা নগরবাসীর সেবক হিসেবে কাজ করছি। তাই নগরবাসীর প্রতি আমাদের দায়বদ্ধতা থাকতে হবে। তাদের সঙ্গে ভালো আচরণ করতে হবে। নাগরিকদের চাহিদা অনুযায়ী স্বচ্ছতার সঙ্গে কাজ করতে হবে।

সিটি করপোরেশনের সচিব মো. আশিক নূর এর সঞ্চালনায় মতবিনিময় সভায় বিভাগীয় ও শাখা প্রধানরা তাদের কার্যক্রম ও ভবিষ্যত পরিকল্পনা তুলে ধরেন।

সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান, প্রধান রাজস্ব কর্মকর্তা মো. মতিউর রহমান খান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো: জাহিদুল ইসলাম, প্রধান সম্পত্তি কর্মকর্তা বিশ্বজিত দেব, নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিয়া সুলতানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আলী আকবর, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) মো. রুহুল আলম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ একলিম আবদীন, প্রধান এসেসর মো. আব্দুল বাছিত, হিসাবরক্ষণ কর্মকর্তা আ ন ম মনছুফ, প্রশাসনিক কর্মকর্তা হানিফুর রহমান, বস্তি উন্নয়ন কর্মকর্তা মো. আবুল ফজল খোকন, কর কর্মকর্তা মো. জামিলুর রহমান, লাইসেন্স কর্মকর্তা রুবেল আহমদ ও জনসংযোগ কর্মকর্তা নেহার রঞ্জন পুরকায়স্থ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০২৪
এনইউ/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।