নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লায় ১৩৮ বোতল ফেনসিডিল ও মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি পিকআপসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বুধবার (৪ ডিসেম্বর) ফতুল্লার পশ্চিম দেওভোগ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, মেহেরাজ রাজা (২২) ও গোলাম রাব্বী (২০)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানান, দীর্ঘদিন তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদক সংগ্রহ করে ঢাকা ও নারায়ণগঞ্জের আশেপাশের এলাকায় সরবরাহ করে আসছে। গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে ফতুল্লা থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বাংলাদেশ সময়: ০৮১০ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২৪
এমআরপি/এএটি