ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মাদারীপুরে ট্রাকচাপায় কিশোরের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৭ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২৪
মাদারীপুরে ট্রাকচাপায় কিশোরের মৃত্যু প্রতীকী ছবি

মাদারীপুর: মাদারীপুর সদর উপজেলার কাঠেরপুল এলাকায় ট্রাকচাপায় সৈকত মণ্ডল (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।  

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরের দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সৈকত মাদারীপুর সদর উপজেলার চৌহদ্দি গ্রামের সত্যরঞ্জন মণ্ডলের ছেলে ।  

জানা গেছে, দুপুরে ওই উপজেলার কাঠেরপুল এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়ক পার হচ্ছিল সৈকত। এ সময় বরিশালগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে মস্তফাপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. মিজানুর রহমান বলেন, হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।