ঢাকা: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাবেক স্টুডেন্ট ফোরাম অব ফেনীর (জুয়েসফফ) প্রথম কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন গোলাম হোসেন রাজু।
সম্প্রতি সংগঠনের উপদেষ্টা মো. ওমর ফারুক ও অ্যাডভোকেট শৈবাল দত্ত কমিটির অনুমোদন দেন।
কমিটির অন্য পদে যারা রয়েছেন, তারা হলেন- সহ-সভাপতি পদে মঈন কিরণ, সহ-সাধারণ সম্পাদক পদে নিজাম উদ্দিন শামীম, সাংগঠনিক সম্পাদক পদে হারুনুর রশিদ, সহ-সাংগঠনিক সম্পাদক পদে মহিউদ্দিন ও আমজাদ হুসাইন, অর্থ সম্পাদক পদে হাসান আহমেদ, সহ-অর্থ সম্পাদক পদে আবু নুর কাওসার, অ্যাডভোকেট আনোয়ার হোসেন ফরহাদ, আতাউর রহমান ও প্রচার সম্পাদক পদে রয়েছেন এহসানুল মাহবুব যোবায়ের।
এ কমিটি আগামী তিন বছরের জন্য কাজ করবে। এছাড়া দ্রুত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০২৪
আরবি