ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

স্পিডবোট দুর্ঘটনায় নিহতের পরিচয় মিলল, নিখোঁজদের সন্ধানে অভিযান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০০ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০২৪
স্পিডবোট দুর্ঘটনায় নিহতের পরিচয় মিলল, নিখোঁজদের সন্ধানে অভিযান

বরিশাল: বরিশালের কীর্তনখোলা-কালাবদর নদীর মোহনায় স্পিডবোট দুর্ঘটনায় নিহত যাত্রীর পরিচয় মিলেছে।

নিহতের নাম জালিস মাহমুদ।

তিনি ভোলায় একটি বেসরকারি কোম্পানির মানবসম্পদ বিভাগে কর্মরত ছিলেন। কর্মস্থল ভোলায় হওয়ায় সেখানেই তিনি পরিবার-পরিজন নিয়ে বসবাস করতেন।

জালিসের সহকর্মী মোস্তাফিজুর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে সহকর্মীরা বরিশালে এসেছেন। শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিহতের মরদেহ দেখে তারাই পরিচয় নিশ্চিত করেছেন।

অপরদিকে হাসপাতালে চিকিৎসাধীন আহত মানসুর আহমেদ বরগুনা সদরের বাসিন্দা ভোলার দৌলতখান থানার পুলিশ কনস্টেবল।

এর আগে বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকেলে কীর্তনখোলা নদী ও লাহারহাট খালের সংযোগস্থল জনতার হাট খেয়াঘাট এলাকায় বাল্কহেডের সঙ্গে একটি স্পিডবোটের সংঘর্ষ হয়। রাহাত নামে এক প্রত্যক্ষদর্শী জানান, বিকেল তিনটার দিকে নদীতে শব্দ হয়। তিনি তাকিয়ে একটি বাল্কহেড দেখতে পান। কিছুক্ষণ পর দেখেন কয়েকজন লাইফ জ্যাকেট পরা অবস্থায় সাঁতার কেটে তীরে আসার চেষ্টা করছেন। দ্রুত ট্রলার নিয়ে ৬ জনকে উদ্ধার করে তীরে নিয়ে আসা হয়। এছাড়া লাহারহাট থেকে বরিশালের উদ্দেশ্যে যাওয়া একটি স্পিডবোটের দুই যাত্রীকে উদ্ধার করে বরিশাল নিয়ে যাওয়া হয়।

স্পিডবোট মালিক সমিতি থেকে বলা হয়েছে, ভোলার ভেদুরিয়া ঘাট ১০ যাত্রী নিয়ে স্পিডবোটটি নগরের ডিসিঘাটের উদ্দেশ্যে রওনা দেয়। লাহারহাট খাল থেকে কীর্তনখোলা নদীতে প্রবেশ করার সময় দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় তিনজন এখনো নিখোঁজ।

ঘটনাস্থলে থাকা বরিশাল সদর নৌ থানার উপপরিদর্শক (এসআই) ওমর ফারুক বলেন, দুর্ঘটনায় একজন নিহত হয়েছে। আহত অবস্থায় একজন বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। এখন পর্যন্ত চারজন নিখোঁজ রয়েছে বলে জানতে পেরেছি। বাল্কহেডটি আটক করা হয়েছে। স্পিডবোটটি উদ্ধার ও নিখোঁজদের সন্ধান চলছে।

বাংলাদেশ সময়: ০১০০ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০২৪
এমএস/এমজে

 
 

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।